এনকার্সেস

প্রোগ্রামিং লাইব্রেরি

এনকার্সেস (ইংরেজি: ncurses/new curses) হলো একটি অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সরবরাহ করা প্রোগ্রামিং লাইব্রেরি যা প্রোগ্রামারকে টার্মিনাল-অনির্ভর পদ্ধতিতে টেক্সট-ভিত্তিক ব্যবহারকারী ইন্টারফেস লিখতে সহায়তা করে। এটি টার্মিনাল ইমুলেটরের অধীনে চলা গুই-সদৃশ অ্যাপলিকেশন সফটওয়্যার উন্নয়ন করার টুলকিট। এটি সাথে সাথে স্ক্রিন পরিবর্তনও অপ্টিমাইজ করে থাকে।

এনকার্সেস
এনকার্সেস-ভিত্তিক মেনুকনফিগ
এনকার্সেস-ভিত্তিক মেনুকনফিগ
উন্নয়নকারীগ্নু প্রকল্প
প্রাথমিক সংস্করণ১৯৯৩; ৩১ বছর আগে (1993)
স্থিতিশীল সংস্করণ
৬.১ / ২৭ জানুয়ারি ২০১৮; ৬ বছর আগে (2018-01-27)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি
অপারেটিং সিস্টেমপোসিক্স
ধরনউইজেট টুলকিট
লাইসেন্সএক্স১১ লাইসেন্স[১]
ওয়েবসাইটinvisible-island.net/ncurses/ncurses.html

ইতিহাস সম্পাদনা

সিস্টেম ভি রিলিজ ৪.০ কার্সেসের ফ্রি সফটওয়্যার সংস্করণ হলো এনকার্সেস, যেটি রহিত বিএসডি কার্সেস ৪.৪-এর একটি উন্নত সংস্করণ। এক্স/ওপেন কর্তৃক ইশুকৃত এক্সএসআই কার্সেস স্ট্যান্ডার্ড সিস্টেম ভি-এ মডেল করা আছে।

এনকার্সেস ব্যবহার করা প্রোগ্রাম সম্পাদনা

এনকার্সেস ব্যবহার করে এমন শতাধিক প্রোগ্রাম রয়েছে।[২][৩] এদের কিছু, যেমন গ্নু স্ক্রিনডব্লিউথ্রিএম, শুধুমাত্র টার্মক্যাপ ইন্টারফেস ব্যবহার করে, যেখানে স্ক্রিন ব্যবস্থাপনা অ্যাপলিকেশনের মধ্যেই করে থাকে। অন্যরা, যেমন গ্নু মিডনাইট কমান্ডার ও ইয়াস্ট, কার্সেস প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এনকার্সেস — লাইসেন্সিং"। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "অনুসন্ধানের ফলাফল: freshmeat.net এ +ncusrses"। ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "' ncurses' সংযুক্ত প্রকল্প"। ohloh। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা