এডুইন জি ক্রেবস

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

এডুইন গেরহার্ড ক্রেবস (৬ জুন ১৯১৮ - ২১ ডিসেম্বর ২০০৯) একজন মার্কিন প্রাণরসায়নবিদ।

এডুইন গেরহার্ড ক্রেবস
এডুইন জি ক্রেবস এর চিত্র.jpg
এডুইন গেরহার্ড ক্রেবস
জন্ম(১৯১৮-০৬-০৬)৬ জুন ১৯১৮
মৃত্যুডিসেম্বর ২১, ২০০৯(2009-12-21) (বয়স ৯১)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন (ব্যাচেলর অব সায়েন্স),
ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস (ডক্টর অব মেডিসিন)
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ওয়াশিংটন
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস

জীবনীসম্পাদনা

ক্রেবস আইওয়ার ল্যান্সিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ডেভিসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে বায়োলজিক্যাল কেমিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন। তিনি ১৯৩৬ সালে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এর স্কুল অব মেডিসিন থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে তিনি ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, সিয়াটল এ প্রাণরসায়নের সহকারী অধ্যাপক পদে যোগ দেন।

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা