এডিথ হেলেন পল (১৪ জানুয়ারী ১৯০২ - ১৯৭৫) ছিলেন ভারতীয় রেড ক্রস সোসাইটির সাথে যুক্ত উত্তর প্রদেশের একজন ভারতীয় মেডিকেল নার্স। [১] [২]

জীবন সম্পাদনা

তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল বৃত্তি পেয়ে লন্ডনের বেডফোর্ড কলেজে নার্সিং অধ্যয়ন করেন এবং ১৯২৮ সালে তার কর্মজীবন শুরু করেন [৩] তিনি লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, নিউ দিল্লি, সরকারি সিভিল হাসপাতাল, এলাহাবাদ, গোকুলদাস তেজপাল হাসপাতাল, মুম্বাই এবং জাহাঙ্গীর হাসপাতাল, পুনে- এর মতো অনেক বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানে নার্সিং ম্যাট্রনের পদে অধিষ্ঠিত ছিলেন এবং ছয় বছর প্রশিক্ষিত নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করেছিলেন। [৩]

১৯৬৪ সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পদক বিজয়ী, [৩] পল ১৯৬৭ সালে ভারত সরকার কর্তৃক সমাজে অবদানের জন্য চতুর্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "A warm tribute to late Miss Edith Helen Paull"। আগস্ট ১৯৭৫: 184। পিএমআইডি 1105448 
  2. Korah M (জুন ১৯৭৫)। "Reminiscence of a friend whose demise has left a void (Miss Edith Helen Paull)": 126। পিএমআইডি 1096091 
  3. "International Red Cross" (পিডিএফ)। International Red Cross। ১৯৬৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৫ 
  4. "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪