এডওয়ার্ড প্রেস্‌কট

মার্কিন অর্থনীতিবিদ

এডওয়ার্ড ক্রিশ্চিয়ান প্রেস্‌কট একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০০৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

এডওয়ার্ড ক্রিশ্চিয়ান প্রেস্‌কট
Edward C Prescott 2015.jpg
জন্ম (1940-12-26) ডিসেম্বর ২৬, ১৯৪০ (বয়স ৮২)
নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠানআরিজোনা স্টেট ইউনিভার্সিটি
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
Federal Reserve Bank of Minneapolis
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি
মিনেসোটা বিশ্ববিদ্যালয়
পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
শিকাগো বিশ্ববিদ্যালয়
বিদ্যালয়New classical economics
শিক্ষায়তনসোয়ার্থমোর কলেজ
কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনMichael C. Lovell, John Muth
যাদের প্রভাবিত করেছেনCostas Azariadis
Edward Green
Gary Hansen
Finn Kydland
Rajnish Mehra
José Víctor Ríos Rull
V. V. Chari
অবদানসমূহReal Business Cycle theory
Time consistency in economic policy
পুরস্কারঅর্থনীতিতে নোবেল পুরস্কার ২০০৪
Information at IDEAS / RePEc

জীবনীসম্পাদনা

প্রেস্‌কট ১৯৬২ সালে সোয়ার্থমোর কলেজ থেকে ১৯৬২ সালে গণিতে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৬২ সালে কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং ১৯৬৭ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৬ ত্থেকে ১৯৭১ সাল পর্যন্ত পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। এরপর তিনি কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে যোগ দেন এবং ১৯৮০ সাল পর্যন্ত এখানেই শিক্ষকতা করেন। এরপর তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৩ সাল পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। ১৯৭৮ সালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি তে ভিজিটিং শিক্ষক হিসেবে কাজ করেন। ২০০৩ সাল থেকে তিনি আরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষক। ২০০৪ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারাতে শিক্ষক হিসেবে কাজ করেন। ২০০৬ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং শিক্ষক হিসেবে কাজ করেন।

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা