এটিএম আবদুল্লা

রাজনীতিবিদ

আবু তাহের মুজাহীদ আবদুল্লা (রণি) হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত। তিনি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুস্তাফা বিন কাসেম মারা গেলে ঐ আসনে ২০১১ সালের উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩] তিনি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি সিপিআইএমের রফিকুল ইসলাম মণ্ডলের নিকট পরাজিত হন।[৪]

এটিএম আবদুল্লা
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০১১ – ২০১৬
পূর্বসূরীমুস্তাফা বিন কাশেম
উত্তরসূরীরফিকুল ইসলাম মণ্ডল
ব্যক্তিগত বিবরণ
জন্মনেহালপুর, বসিরহাট, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
পেশারাজনীতিবিদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mamata Banerjee finally takes oath as MLA"Times of India। PTI। ১৬ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮ 
  2. "TMC MLA assaulted by CPI(M) supporters during victory procession, injured"Indian Express। PTI। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৮ 
  3. "Mamata wins by-election by convincing margin"। The Hindu, 21 September 2011। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪ 
  4. "Basirhat Uttar Election Results 2016"elections.in। সংগ্রহের তারিখ জুলাই ৩০, ২০১৮