এক মুসাফির এক হাসিনা

১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র

এক মুসাফির এক হাসিনা হচ্ছে ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যার পরিচালক ছিলেন রাজ খোসলা এবং পরিচালক ছিলেন শশধর মুখোপাধ্যায়। চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন জয় মুখার্জী এবং সাধনা শিবদাসানি। চলচ্চিত্রটি ১৯৬২ সালের একটি দর্শকপ্রিয় চলচ্চিত্র ছিলো।[২] চলচ্চিত্রটির পরিচালক রাজ খোসলা অভিনেত্রী ববিতা শিবদাসানিকে দিয়ে 'ভো কৌন থি' (১৯৬৪), 'মেরা সায়া' (১৯৬৬) এবং 'অনিতা' (১৯৬৭) নামের আরো তিনটি চলচ্চিত্রে অভিনয় করান।

এক মুসাফির এক হাসিনা
পরিচালকরাজ খোসলা
প্রযোজকশশধর মুখোপাধ্যায়
রচয়িতারাজ খোসলা
শ্রেষ্ঠাংশেজয় মুখার্জী
সাধনা শিবদাসানি
সুরকারও. পি. নৈয়ার
চিত্রগ্রাহকফলি মিস্ত্রি
সম্পাদকএস. ই. চান্দিওয়ালে
মুক্তি১৯৬২
দেশভারত
ভাষাহিন্দি
আয়2,50,00,000[১]

অভিনয়ে সম্পাদনা

  • জয় মুখার্জী - লেফটেন্যান্ট জয় মেহরা
  • সাধনা শিবদাসানি - আশা
  • ধুমাল - উল্টারাম
  • রাজেন্দ্র নাথ - সুলটারাম
  • মালিকা - কামিনী
  • জগদীশ রাজ - পরিদর্শক জগদীশ
  • কমল কাপুর - রঞ্জিত

সঙ্গীত সম্পাদনা

গান কণ্ঠশিল্পী
"মুঝে দেখকার" মোহাম্মদ রফি
"ফির তেরে শ্যাহের মেঁ" মোহাম্মদ রফি
"হামকো তুমহারে ইশক নে" মোহাম্মদ রফি
"বহত শুকরিয়া, বাড়ি ম্যাহেরবানি" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"আপ ইউঁ হি আগার হামসে মিলতে রাহে" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"ম্যা প্যায়ার কা রাহি হুঁ, তেরি যুলফ কে সায়ে মেঁ" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"তুমহে মোহাব্বাত হ্যায় হামসে মানা" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"যাবান-এ-ইয়ার, মান টুর্কি, নামি দানাম" মোহাম্মদ রফি, আশা ভোঁসলে
"উধার ভো চাল চালতে হ্যায়" আশা ভোঁসলে
"মেরি নাযরে হাসিন হ্যায়" আশা ভোঁসলে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Box office 1962"। Boxofficeindia.com। ৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১২ 
  2. "Archived copy"। ১৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা