এক মহানায়ক - ড. বি. আর. আম্বেদকর

ভারতীয় হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিক

এক মহানায়ক - ড. বি. আর. আম্বেদকর হলো সোবো ফিল্মস প্রযোজিত ভারতীয় হিন্দি ভাষার একটি টেলিভিশন ধারাবাহিক।[] ধারাবাহিকটি ১৭ ডিসেম্বর ২০১৯ থেকে অ্যান্ডটিভিতে সম্প্রচারিত হতো।[] ধারাবাহিকটির শুরুর দিকে আয়ুধ ভানুশালীকে পাঁচ বছর বয়সী ভীমরাও রামজি আম্বেদকর হিসেবে দেখানো হয়েছিল। ২০২১ সাল থেকে অথর্ব কার্বেকে তরুণ ভীমরাও রামজি আম্বেদকর হিসেবে দেখানো হয়।[]

এক মহানায়ক - ড. বি. আর. আম্বেদকর
ধরননাটক
লেখকশান্তি ভূষণ
পরিচালকবিনোদ মানিকরাও
অভিনয়েঅথর্ব কার্বে
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
পর্বের সংখ্যা১১৩৫
নির্মাণ
নির্মাণের স্থানমুম্বই
ব্যাপ্তিকালপ্রায় ২০-২২ মিনিট
নির্মাণ কোম্পানিসোবো ফিল্মস
মুক্তি
মূল মুক্তির তারিখ১৭ ডিসেম্বর ২০১৯ (2019-12-17) –
৫ আগস্ট ২০২৪ (2024-08-05)

২০২৪ সালের ৫ আগস্ট ধারাবাহিকটির শেষ পর্ব সম্প্রচারিত হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

অভিনয়ে

সম্পাদনা

প্রধান চরিত্র

সম্পাদনা
  • আয়ুধ ভানুশালী - ৫ বছর বয়সী ভীমরাও রামজি আম্বেদকর
  • অথর্ব কার্বে - তরুণ ভীমরাও রামজি আম্বেদকর[]
  • প্রসাদ জওয়াদে - ভীমরাও রামজি আম্বেদকর

পার্শ্ব চরিত্র

সম্পাদনা
  • জগন্নাথ নিভাঙ্গুণ - রামজি মালোজি সকপাল (ভীমরাওয়ের পিতা)
  • নেহা জোশী - ভীমাবাঈ সকপাল (ভীমরাওয়ের মাতা)
  • নারায়ণী মহেশ বর্ণে - রমাবাঈ ভীমরাও আম্বেদকর (ভীমরাওয়ের স্ত্রী)
  • বিক্রম দ্বিবেদী - নরোত্তম জোশী (ভীমরাওয়ের প্রতিদ্বন্দ্বী)
  • সুরেশ পানওয়ার - জনার্দন
  • সৌদ মনসুরি - রাজু রাও (ভীমরাওয়ের ভাই)
  • আতহার খান - আনন্দ রাও (ভীমরাওয়ের ভাই)
  • বংশিকা যাদব - মঞ্জুলা (ভীমরাওয়ের বোন)
  • স্বপ্না দেবালকার - গঙ্গা (ভীমরাওয়ের বোন)
  • অতুল পাতিল - শিশুপাল
  • ফাল্গুনী দাবে - মীরা (ভীমরাওয়ের ফুফু)
  • রত্নাকর নাদকার্নি - হিন্দিতে সর্বগ্যা মহারাজ, কন্নড়ে বারবারী গারু, তামিলে স্বামী মহারাজ (প্রধান বিরোধী)
  • অমিত পাণ্ডে - পুরুষোত্তম
  • নমন অরোরা - মহেশ (ভীমের দুলাভাই, মঞ্জুলার স্বামী)
  • পরমা গুট্টে - গ্রামবাসী
  • আশিফ সৈয়দ - গ্রামবাসী
  • তারলোক সিং
  • কৃষ্ণ কান্ত সিং বুন্দেলা - তান্ত্রিক
  • চক্রমণি মিশ্র - জোকু

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ek Mahanayak Dr B R Ambedkar completes two successful years; team celebrates"The Times of India। ২০২১-১২-২১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৬ 
  2. "'Ek Mahanayak-Dr B R Ambedkar' completes 500 episodes!"The Times of India। ২০২২-০৩-০৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১৬ 
  3. "Ambedkar Jayanti special starting April 14 on Ek Mahanayak-Dr B.R. Ambedkar"Tribune India। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৪ 
  4. Shukla, Jaideep (২৫ জুলাই ২০২১)। "Atharva Karve says Ek Mahanayak - Dr B R Ambedkar is like a dream come true for him"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা