এককোষী জীব
এককোষী জীব হল, সেইসব জীব যেসব জীবের দেহ মাত্ৰ একটি কোষ দ্বারা গঠিত হয়, অন্যদিকে বহুকোষী জীব একাধিক কোষ নিয়ে গঠিত। এককোষী জীবকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় : প্ৰাককেন্দ্রিক কোষ ও সুকেন্দ্ৰিক কোষ। [১] ব্যাকটেরিয়া ও আৰ্কিয়া প্রাককেন্দ্রিক কোষের অন্তর্ভুত। অনেক সুকেন্দ্রিক কোষ বহুকোষী, কিন্তু প্ৰটোজোয়া, এককোষী শৈবাল, এককোষী ছত্রাক আদি এককোষী জীবের অন্তর্ভুত ।
এককোষী জীবের জীবন প্রাচীন রূপ বলে গণ্য করা হয়, সম্ভবত প্ৰায় ৩৮ নিযুত বছর আগে এরা বিদ্যমান ছিল।[২]
সুকেন্দ্ৰীককোষ জীব, বেশিরভাগ প্রোটিস্ট, আরো কিছু ছত্রাক এককোষী। যদিও কিছু জীব সংঘবদ্ধ হয়ে থাকে, তথাপি তারা এককোষী। এই জীব এভাবে একসাথে জীবন নিৰ্বাহ করে। তারা প্ৰত্যেকেই পরস্পরের নিৰ্ভরশীল হয়ে থাকে।
বেশিরভাগ এককোষী জীব খুব ক্ষুদ্ৰ[৩] যেমন:
- জেনফাইঅফরে, ফৰমেনিফেৰা পৰ্বের জীব,
- নাম্মুলাইট,ফরমেনিফেৰা পৰ্বের জীব,
- ভেলনিয়া ভেণ্ট্ৰিকছা, ক্লরফাইছিয়া শ্ৰেণীর একটি শৈবাল, যার ব্যসাৰ্ধ ১ সে.মি.থেকে ৪ সে.মি. পৰ্যন্ত হয়,[৪][৫]
- এচিটাবুলেরিয়া, শৈবাল,
- কাউলেৰ্পা, শৈবাল,[৬]
- গ্ৰমিয়া স্ফেরিকা, এক প্ৰকারের অ্যামিবা,
- থিওমাৰ্গেৰিটা নামিবিয়েনছিচ বৃহৎ আকারের ব্যাকটেরিয়া,
- এপোলপিচকাম ফিছেলচনি, একটি আদি ব্যাকটেরিয়া।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Monad, Biology online, সংগ্রহের তারিখ ২০১১-০৬-৩০
- ↑ An Introduction to Cells, ThinkQuest, ২০১৩-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০১৩-০৫-৩০
- ↑ Max Planck Society Research News Release Accessed 21 May 2009
- ↑ Bauer, Becky (অক্টোবর ২০০৮)। "Gazing Balls in the Sea"। All at Sea। ১৭ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১০।
- ↑ John Wesley Tunnell, Ernesto A. Chávez, Kim Withers (২০০৭)। Coral reefs of the southern Gulf of Mexico। Texas A&M University Press। পৃষ্ঠা 91। আইএসবিএন 1-58544-617-3।
- ↑ "What is the Largest Biological Cell? (with pictures)"। Wisegeek.com। ২০১৪-০২-২৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-০১।[অনির্ভরযোগ্য উৎস?]