এইমি ওয়াটকিনস
এইমি লুইস ওয়াটকিনস (জন্ম: ১১ অক্টোবর, ১৯৮২) নিউ প্লাইমাউথে জন্মগ্রহণকারী বিশিষ্ট নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।[১] পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিং করে থাকেন। রাজ্য লীগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করছেন এইমি ওয়াটকিনস।[১] বিয়ের পূর্বে তিনি এইমি মেশন নামে পরিচিত ছিলেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | এইমি লুইস ওয়াটকিনস |
জন্ম | ১১ অক্টোবর ১৯৮২ |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল |
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাদু’টি টেস্ট ও ৮৪টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণকারী ওয়াটকিনস ২০০৯ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ১১ উইকেট নিয়ে দলের শীর্ষ উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন যা তার সেরা বোলিং পরিসংখ্যান।[১][২] ঐ বিশ্বকাপের পর হাইডি টিফেন অবসর নিলে তাকে দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Aimee Watkins player profile"। Cricinfo। ২১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯।
- ↑ "Bowling for New Zealand Women in ICC Women's World Cup 2008/09"। CricketArchive। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯।
- ↑ "Aimee Watkins named New Zealand women's captain"। Cricinfo। ১৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে এইমি ওয়াটকিনস (ইংরেজি)