এইচ রবার্ট হরভিটস

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী

হাওয়ার্ড রবার্ট হরভিটস একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

হাওয়ার্ড রবার্ট হরভিটস
H. Robert Horvitz.jpg
জন্ম
হাওয়ার্ড রবার্ট হরভিটস

(1947-05-08) মে ৮, ১৯৪৭ (বয়স ৭৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণapoptosis research
দাম্পত্য সঙ্গীMartha Constantine-Paton
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০২
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি

জীবনীসম্পাদনা

হরভিটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এবং ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৮১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্রসম্পাদনা