এইচ রবার্ট হরভিটস
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী
হাওয়ার্ড রবার্ট হরভিটস একজন মার্কিন জীববিজ্ঞানী। তিনি ২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
হাওয়ার্ড রবার্ট হরভিটস | |
---|---|
![]() | |
জন্ম | হাওয়ার্ড রবার্ট হরভিটস মে ৮, ১৯৪৭ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | apoptosis research |
দাম্পত্য সঙ্গী | Martha Constantine-Paton |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০২ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জীববিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
জীবনীসম্পাদনা
হরভিটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এমএ এবং ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৮১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।