ঊওজেনেসিস
ঊওজেনেসিস (ইংরেজি: Oogenesis or Oögenesis — উচ্চারণ: /ˌoʊ.əˈdʒɛnɨsɪs/[১] বা ঊওজেনেসিস্) হচ্ছে ডিম্বাণুর উৎপত্তি। এটা হচ্ছে স্ত্রীদেহের গ্যামিটোজেনেসিস। অপরিপক্ব ডিম্বাণুর বিভিন্ন দশা নিয়ে এই পর্বটি গঠিত।
স্তন্যপায়ীর দেহে ঊওজেনেসিস
সম্পাদনাকোষের প্রকার | প্লয়ডি | প্রক্রিয়া | প্রক্রিয়া সম্পূর্ণ |
ঊওগোনিয়াম | ডিপ্লয়েড | ঊওসাইটোজেনেসিস (মাইটোসিস) | তৃতীয় ট্রাইমেস্টার (ঊওসাইট সৃষ্টি) |
প্রাথমিক ঊওসাইট | ডিপ্লয়েড | উটাইডোজেনেসিস (মায়োসিস ১) (ফলিকুলোজেনেসিস) | প্রফেজ দশায় ডিক্টায়েট, ১টির জন্য ৫০ বছর পর্যন্ত |
মাধ্যমিক ঊওসাইট | হ্যাপ্লয়েড | ঊওটিডোজেনেসিস (মায়োসিস ২) | ডিম্বক্ষরণের আগে পর্যন্ত মেটাফেজ ২-এ বিরতি নেয় |
ডিম্বাণু | হ্যাপ্লয়েড |
ধাপসমূহ
সম্পাদনাক্রমবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়াটিকে ৪টি ধাপে ভাগ করা হয়েছে। যথা-
- সংখ্যাবৃদ্ধি (Multiplication)
- পরিবর্ধন (Growth)
- পূর্ণতাপ্রাপ্তি (Maturation)
- রুপান্তর (Transmission)
Oogenesis cum referral
Home