উলানবাটর

মঙ্গোলিয়ার রাজধানী

উলানবাটর (মঙ্গোলীয়: Улаанбаатар, /ˌlɑːn ˈbɑːtər/; টেমপ্লেট:IPA-mn, টেমপ্লেট:Literally "লাল বীর") (প্রাক্তন উর্গা বা নিসলেল খুরেরে) পূর্ব এশিয়ার রাষ্ট্র মঙ্গোলিয়ার রাজধানী ও প্রধান শহর। শহরটি সমুদ্র সমতল থেকে ১৩৫০ মিটার উচ্চতায় একটি ঝঞ্ঝাপীড়িত মালভূমির উপরে তুল নদীর তীরে অবস্থিত। মঙ্গোলীয় রাজপুত্রেরা এটিকে একটি মৌসুমী অভিবাসনমূলক আবাসস্থল হিসেবে পত্তন করেছিলেন। পরে ১৬৩৯ সালে দা খুরে মঠ নির্মাণের মাধ্যমে শহরটি বর্তমান অবস্থানে স্থায়ী হয়। এই ভবনটি তিব্বতি বৌদ্ধধর্মের (মঙ্গোলরা যে ধর্মের অনুসারী) বোদগো-গেগেন তথা উচ্চ যাজকের বাসভবনে পরিণত হয় এবং আরও প্রায় ২০০ বছর এ কাজে ব্যবহৃত হয়। কিন্তু তখনও এটি যাযাবর এক মঠের শহর হিসেবেই বিদ্যমান ছিল। রুশরা দা খুরে মঠটিকে উর্গা নামে ডাকত; তারা চীন ও রাশিয়ার মধ্যে একটি বাণিজ্যকেন্দ্র হিসেবে এখানে একটি শহর গড়ে তোলে। ১৯১১ সালে বহির্দেশীয় মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন ঘোষণা করলে শহরটিকে নিসলেল খুরেরে (অর্থাৎ "মঙ্গোলিয়ার রাজধানী")। ১৯২১ সালে সোভিয়েত লাল বাহিনী এবং মঙ্গোলিয়ার বিপ্লবী নেতা দামদিনি স্যুবাতার শহরটির নিয়ন্ত্রণ হাতে নেন। উলানবাটরের ধর্মীয় ভবনগুলিকে নিষিদ্ধ করা হয়। ১৯২৪ সালে মঙ্গোলিয়াকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলে শহরটিকে উলান বাতার নাম দেওয়া হয়, যার অর্থ "লাল নেতা"।

উলানবাটর
Улаанбаатар
ᠤᠯᠠᠭᠠᠨᠪᠠᠭᠠᠲᠤᠷ[]
Municipality
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: পটভূমিতে সুখবাতার স্কোয়ার সহ শহরের কেন্দ্র; চোইজিন লামা মন্দির; উগসারমাল সমাজতান্ত্রিক যুগে নির্মিত প্যানেল ভবন; জাতীয় ক্রীড়া স্টেডিয়ামে নাদম অনুষ্ঠান; মঙ্গোলিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়; গের জেলার; এবং গ্যান্ডান্তেগচিনলেন মঠ
উলানবাটরের পতাকা
পতাকা
উলানবাটরের প্রতীক
প্রতীক
ডাকনাম: УБ (UB), Нийслэл (capital), Хот (city)
মানচিত্র
উলানবাটর মঙ্গোলিয়া-এ অবস্থিত
উলানবাটর
উলানবাটর
উলানবাটর এশিয়া-এ অবস্থিত
উলানবাটর
উলানবাটর
মঙ্গোলিয়া উলানবাটারের অবস্থান
স্থানাঙ্ক: ৪৭°৫৫′ উত্তর ১০৬°৫৫′ পূর্ব / ৪৭.৯১৭° উত্তর ১০৬.৯১৭° পূর্ব / 47.917; 106.917
দেশ মঙ্গোলিয়া
current location১৭৭৮
উলানবাটর১৯২৪
আয়তন
 • মোট৪,৭০৪.৪ বর্গকিমি (১,৮১৬.৩ বর্গমাইল)
উচ্চতা১,৩৫০ মিটার (৪,৪২৯ ফুট)
জনসংখ্যা (২০১৫)
 • মোট১৩,৮০,০০০
 • জনঘনত্ব২৩৫/বর্গকিমি (৬০৩/বর্গমাইল)
সময় অঞ্চলH (ইউটিসি+০৮:০০)
Postal code২১০ xxx
এলাকা কোড+976 (0)11
License plateУБ_ (_ variable)
ISO 3166-2MN-1
ওয়েবসাইটhttp://www.ulaanbaatar.mn/

সোভিয়েত সাহায্য নিয়ে একটি নতুন শহর পরিকল্পনা করা হয়, যার কেন্দ্রে ছিল স্যুবাতার চত্বর (বর্তমান চেঙ্গিস খান চত্বর)। এই চত্বরে একটি নব্য-ধ্রুপদী স্থাপত্যশৈলীর সরকারী ভবন, একটি ইতিহাস জাদুঘর এবং জাতীয় মঞ্চশালা নির্মাণ করা হয়। ১৯৪২ সালে এখানে মঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এছাড়াও এখানে বেশ কিছু পেশাজীবী ও কারিগরি উচ্চবিদ্যালয় এবং মঙ্গোলিয়ার বিজ্ঞান আকাদেমিও প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শহরটির জনজীবনে আধুনিক ২১শ শতকের ছোঁয়া লেগেছে। চেঙ্গিস খান চত্বরে মঙ্গোলিয়ার বিভিন্ন নেতার মূর্তি আছে। গান্দান ও চৈজিন মঠগুলি সোভিয়েত যুগের অপসারণ প্রক্রিয়া থেকে রক্ষা পায়। গান্দান মঠে বর্তমানে সন্ন্যাসী-ভিক্ষুরা বাস করেন; এখানে ২৬ মিটার দীর্ঘ একটি সোনার পাতার মূর্তি আছে। অন্যদিকে চৈজিন লামা বর্তমানে একটি জাদুঘর। মঙ্গোলিয়ার শেষ রাজা বোগদ খানের শীতকালীন প্রাসাদটিও বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত। জাইসান হল থেকে শহর ও পর্বতের সুন্দর দৃশ্যাবলি অবলোকন করা যায়। শহরের বাইরে ঘোড়া বা উটে চড়ে গোরখি তেরেলজ জাতীয় উদ্যানে ভ্রমণ করা ও তাঁবু খাটানোর ব্যবস্থা আছে।

উলান বাতার মঙ্গোলিয়ার প্রধান শিল্পকেন্দ্র। এখানে অবস্থিত শিল্প এলাকাটিতে বিভিন্ন ধরনের ভোগদ্রব্য প্রস্তুত করা হয়। এখানে সিমেন্ট, লোহাইট প্রস্তুত, জুতা ও বস্ত্র প্রস্তুত, যানবাহন মেরামত, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানা আছে। শহরটি একটি রেলপথ[] এবং আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে চীনরাশিয়ার সাথে সংযুক্ত। শহরের উত্তর-পূর্বে হেনতিন পর্বতমালার সুদৃশ্য অরণ্যাবৃত শৃঙ্গগুলি এসে মিলেছে।

এখানে প্রায় ১৪ লক্ষ লোকের বাস।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ulaanbaatar Official Web Portal"। Ulaanbaatar.mn। ১১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩ 


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি