উলানবাটর
উলানবাটর (মঙ্গোলীয়: Улаанбаатар, /ˌuːlɑːn
উলানবাটর Улаанбаатар ᠤᠯᠠᠭᠠᠨᠪᠠᠭᠠᠲᠤᠷ[ক] | |
---|---|
Municipality | |
ডাকনাম: УБ (UB), Нийслэл (capital), Хот (city) | |
মঙ্গোলিয়া উলানবাটারের অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৭°৫৫′ উত্তর ১০৬°৫৫′ পূর্ব / ৪৭.৯১৭° উত্তর ১০৬.৯১৭° পূর্ব | |
দেশ | মঙ্গোলিয়া |
current location | ১৭৭৮ |
উলানবাটর | ১৯২৪ |
আয়তন | |
• মোট | ৪,৭০৪.৪ বর্গকিমি (১,৮১৬.৩ বর্গমাইল) |
উচ্চতা | ১,৩৫০ মিটার (৪,৪২৯ ফুট) |
জনসংখ্যা (২০১৫) | |
• মোট | ১৩,৮০,০০০ |
• জনঘনত্ব | ২৩৫/বর্গকিমি (৬০৩/বর্গমাইল) |
সময় অঞ্চল | H (ইউটিসি+০৮:০০) |
Postal code | ২১০ xxx |
এলাকা কোড | +976 (0)11 |
License plate | УБ_ (_ variable) |
ISO 3166-2 | MN-1 |
ওয়েবসাইট | http://www.ulaanbaatar.mn/ |
সোভিয়েত সাহায্য নিয়ে একটি নতুন শহর পরিকল্পনা করা হয়, যার কেন্দ্রে ছিল স্যুবাতার চত্বর (বর্তমান চেঙ্গিস খান চত্বর)। এই চত্বরে একটি নব্য-ধ্রুপদী স্থাপত্যশৈলীর সরকারী ভবন, একটি ইতিহাস জাদুঘর এবং জাতীয় মঞ্চশালা নির্মাণ করা হয়। ১৯৪২ সালে এখানে মঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এছাড়াও এখানে বেশ কিছু পেশাজীবী ও কারিগরি উচ্চবিদ্যালয় এবং মঙ্গোলিয়ার বিজ্ঞান আকাদেমিও প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শহরটির জনজীবনে আধুনিক ২১শ শতকের ছোঁয়া লেগেছে। চেঙ্গিস খান চত্বরে মঙ্গোলিয়ার বিভিন্ন নেতার মূর্তি আছে। গান্দান ও চৈজিন মঠগুলি সোভিয়েত যুগের অপসারণ প্রক্রিয়া থেকে রক্ষা পায়। গান্দান মঠে বর্তমানে সন্ন্যাসী-ভিক্ষুরা বাস করেন; এখানে ২৬ মিটার দীর্ঘ একটি সোনার পাতার মূর্তি আছে। অন্যদিকে চৈজিন লামা বর্তমানে একটি জাদুঘর। মঙ্গোলিয়ার শেষ রাজা বোগদ খানের শীতকালীন প্রাসাদটিও বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত। জাইসান হল থেকে শহর ও পর্বতের সুন্দর দৃশ্যাবলি অবলোকন করা যায়। শহরের বাইরে ঘোড়া বা উটে চড়ে গোরখি তেরেলজ জাতীয় উদ্যানে ভ্রমণ করা ও তাঁবু খাটানোর ব্যবস্থা আছে।
উলান বাতার মঙ্গোলিয়ার প্রধান শিল্পকেন্দ্র। এখানে অবস্থিত শিল্প এলাকাটিতে বিভিন্ন ধরনের ভোগদ্রব্য প্রস্তুত করা হয়। এখানে সিমেন্ট, লোহা ও ইট প্রস্তুত, জুতা ও বস্ত্র প্রস্তুত, যানবাহন মেরামত, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানা আছে। শহরটি একটি রেলপথ[১] এবং আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে চীন ও রাশিয়ার সাথে সংযুক্ত। শহরের উত্তর-পূর্বে হেনতিন পর্বতমালার সুদৃশ্য অরণ্যাবৃত শৃঙ্গগুলি এসে মিলেছে।
এখানে প্রায় ১৪ লক্ষ লোকের বাস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ulaanbaatar Official Web Portal"। Ulaanbaatar.mn। ১১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৩।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি