উমিয়াম হ্রদ

মেঘালয়ের একটি হ্রদ

উমিয়াম হ্রদ (অন্য নাম বরাপানী হ্রদ) ভারতের মেঘালয় রাজ্যের শিলং নগরের ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জলাধার। ১৯৬০-র দশকে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে এর সৃষ্টি করা হয়েছিল। হ্রদ এবং বাঁধের অববাহিকা অঞ্চল প্রায় ২২০ বর্গ কিলোমিটার বিস্তৃত।

উমিয়াম হ্রদ
অবস্থানমেঘালয়
স্থানাঙ্ক২৫°৩৯′১২″ উত্তর ৯১°৫৩′০৩″ পূর্ব / ২৫.৬৫৩২° উত্তর ৯১.৮৮৪৩° পূর্ব / 25.6532; 91.8843
ধরনজলাধার
অববাহিকা২২০ কিমি (৮৫ মা)
অববাহিকার দেশসমূহ ভারত
জনবসতিশীলং

ইতিহাস

সম্পাদনা

হ্রদটিকে আবদ্ধ করা উমিয়াম বাঁধ ১৯৬০-র দশকে আসাম রাজ্যিক বিদ্যুৎ পরিষদ তৈরি করেছিলেন। হ্রদটি সৃষ্টির উদ্দেশ্য ছিল জলবৈদ্যুতিক শক্তির উৎপাদন। হ্রদটির উত্তরে থাকা উমিয়াম স্টেজ I পাওয়ারহাউজে চারটি 9-MW টার্বাইন জেনারেটর আছে যেখানে ১৯৬৫ সালে ব্যবসায়িক উৎপাদন আরম্ভ হয়। উমিয়াম স্টেজ I উত্তর-পূর্ব ভারতে অনুমোদিত প্রথম জলাধার জলবিদ্যুৎ প্রকল্প। পরে উমিয়াম প্রকল্পের এবং তিনটি পর্যায় নিচের অঞ্চলে তৈরি হয়।[১]

পর্যটনস্থল

সম্পাদনা

মেঘালয়ে উলিয়াম হ্রদ এক অন্যতম পর্যটনস্থল। পর্যটকরা কায়াকিং, বাটার সাইক্লিং, স্কুটিং, নৌকা চালানো ইত্যাদির জন্য এখানে ভিড় করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Hydrography of North-east India