উমফুঙ নদ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন এবং মেঘালয়ের মধ্যে অবস্থিত একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার।[১] এই নদী পূর্ব খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জি মৌসিনরাম সংরক্ষিত বনভূমি হতে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের ভেতরে মাত্র ৫ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণে নয়াগাঙ নদীতে পতিত হয়েছে।

উমফুঙ নদ
দেশ বাংলাদেশ
অঞ্চল সিলেট বিভাগ
জেলা সুনামগঞ্জ জেলা
উৎস চেরাপুঞ্জি মৌসিনরাম সংরক্ষিত বন, পূর্ব খাসি পাহাড় জেলা
মোহনা নয়াগাঙ নদী
দৈর্ঘ্য ১৫ কিলোমিটার (৯ মাইল)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৬২।