উন্মেষ
আলোকবিজ্ঞানের আলোচনায় উন্মেষ বা আলোকরন্ধ্র (ইংরেজি: Aperture) বলতে কোনও যন্ত্র, বিশেষ করে কোনও আলোকচিত্রগ্রাহক যন্ত্র বা ক্যামেরার সেই ফুটোর ন্যায় অংশকে বোঝায়, যেটি উন্মুক্ত হলে আলো ঐ যন্ত্রের ভেতরে প্রবেশ করে।[১] কোনও আলোকযন্ত্র বা আলোক ব্যবস্থার উন্মেষ ও ফোকাল দৈর্ঘ্য -- এই দুইটি বিষয় প্রতিবিম্ব তলে কেন্দ্রীভূত একগুচ্ছ আলোকরশ্মির কোণকের কোণ নির্ধারণ করে।
এফ-সংখ্যা (ইংরেজি f-stop বা f-number) আলোকরন্ধ্রটি কতটুকু খোলা বা বন্ধ তার পরিমাপ। ক্ষেত্রের গভীরতা (ডেপথ অফ ফিল্ড) ও আলোর অপবর্তনের (ডিফ্র্যাকশন) উপরেও উন্মেষ প্রভাব বিস্তার করে। ক্যামেরার এফ-সংখ্যা যত বেশি হবে, আলোকরন্ধ্রের আকার তত ছোট হবে, তত কম আলো ঢুকবে, ক্ষেত্রের গভীরতা তত বাড়বে এবং অপবর্তনজনিত ঝাপসাভাবও (ডিফ্র্যাকশন ব্লার) তত বাড়বে। এফ-সংখ্যা দ্বারা বিভাজিত ফোকাল লেন্স কার্যকর উন্মেষ ব্যাস নির্ধারণ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "A guide to basic photography terms"। Adobe। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |