এল উনকিয়া মাদ্রাসা ( আরবি: المدرسة العنقية ) তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা। এটি তিউনিসের মদিনার অন্যতম মাদ্রাসা

এল উনকিয়া মাদ্রাসা
المدرسة العنقية
এল উনকিয়া মাদ্রাসার প্রবেশপথ
এল উনকিয়া মাদ্রাসার প্রবেশপথ
ধরনমাদ্রাসা
স্থাপিত১৩৩৩ (1333)
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা
তিউনিস
,
মানচিত্র

অবস্থান সম্পাদনা

মাদ্রাসাটি তিউনিসের মদিনার ওঙ্ক এল জামাল সড়কে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

১৩৩৩ খ্রিস্টাব্দে হাফসিদ সুলতান আবু ইয়াহিয়া আবু বকর আল-মুতাওয়াক্কিলের বোনের নির্দেশে মাদ্রাসাটি নির্মিত হয়। [১]১৩১৪ সালে ইবনে খালদুনের অধ্যাপক মুহাম্মদ ইবনে আবদেল-সালাম আল হাওয়ারী এই মাদ্রাসার প্রথম পরিচালক হিসাবে নিয়োগ পান। [২] ষোড়শ শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্যের বেগ আহমেদ খোদজা মাদ্রাসাটি পুননির্মাণ করেন এবং হানাফি অনুসারীদের পড়ানোর নির্দেশ দেন। ১৯৯৯ সালের ১৯ অক্টোবর মাদ্রাসাটি কীর্তিস্তম্ভে পরিণত হয়।

বর্তমান অবস্থা সম্পাদনা

 
মাদ্রাসার দরজা

বর্তমানে মাদ্রাসাটি আর ব্যবহার হয় না। এখন বিপদজনক স্থাপনা হয়ে পড়েছে।

স্থাপত্য সম্পাদনা

মাদ্রাসাটি চৌদ্দ শতকের হাফসিদ শৈলীর আদলে এবং মাদ্রাসার একটি চিরচায়িত স্থাপত্যের আদলে নির্মিত হয়েছে। চারটি হল এবং ১৪ টি কক্ষ দ্বারা বেষ্টিত একটি হল রয়েছে। এটিতে একটি বক্তৃতা দিবার স্থান রয়েছে যা একই সময়ে পাঠদান এবং প্রার্থনার ঘর হিসাবে ব্যবহৃত হত। মাদ্রাসার সম্মুখভাগে সাধারণ সাজসজ্জা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khalifa Chater, La Tunisie à travers l'histoire, t. II, Tunis, Centre d'études et de recherches économiques et sociales, 2007, 311 p. (আইএসবিএন ৯৭৮-৯৯৭৩-৯৬৪-০৩-৮), p. 127
  2. Abdelaziz Daoulatli, Tunis sous les Hafsides, Tunis, Institut national d'art et d'archéologie, 1976, p. 165