উড়িষ্যার প্রধানমন্ত্রী

উড়িষ্যার প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ ভারতের উড়িষ্যা প্রদেশের সরকার প্রধান এবং আইনসভার সংসদীয় নেতা। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর এই পদ বিলুপ্ত করা হয়।

ব্রিটিশ ভারতের উড়িষ্যার
প্রধানমন্ত্রী
প্রাক্তন রাজনৈতিক পদ
প্রথমকৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেব
শেষহরেকৃষ্ণ মাহতাব
সম্বোধনমাননীয়
নিয়োগকর্তাউড়িষ্যার গভর্নর
কার্য‌কাল শুরু১ এপ্রিল ১৯৩৭
কার্যকাল সমাপ্ত১৫ আগস্ট ১৯৪৭

ইতিহাস সম্পাদনা

১৯৩৫ সালের ভারত সরকার আইনের আওতায় উড়িষ্যার প্রধানমন্ত্রীর পদ তৈরি করা হয়। ১৯৩৭ সালের ভারতীয় প্রাদেশিক নির্বাচনের সময় উড়িষ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস ৩৬টি আসন লাভ করে। এর বিপরীতে অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা ২৪টি আসন লাভ করে। প্রভাবশালী অভিজাত এবং স্বতন্ত্র বিধায়ক মহারাজা স্যার কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেব ৮০ দিনের জন্য প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। কংগ্রেসের প্রাদেশিক বিধায়ক বিশ্বনাথ দাস তখন সংবিধানমূলক সরকার বর্জনের প্যান-ইন্ডিয়ান কংগ্রেস নীতি সত্ত্বেও সরকার গঠনের অধিকারের দাবি করেছিলেন। বিশ্বনাথ দাসের মন্ত্রিসভা ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়। এরপর প্রদেশটি গভর্নরের শাসনাধীন ছিল। স্যার কৃষ্ণ চন্দ্র গজপতি ১৯৪১ সালে দ্বিতীয় সরকার গঠন করেন যা ১৯৪৪ সাল পর্যন্ত স্থায়ী হয়। স্যার কৃষ্ণচন্দ্র গজপতি আধুনিক উড়িষ্যা (বর্তমানে ওড়িশা) রাজ্যের স্থপতি হিসাবে বিবেচিত হন। ১৯৪৬ সালের ভারতীয় প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস ৪৭টি আসনে জয়লাভ করে। ফলে কংগ্রেস নেতা হরেকৃষ্ণ মাহাতাব উড়িষ্যার শেষ প্রধানমন্ত্রী হন। তবে উড়িষ্যার প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন নবকৃষ্ণ চৌধুরী ।

অফিসধারীরা সম্পাদনা

ক্রম নাম চিত্র মেয়াদ [১] দল গভর্নর ভাইসরয়
স্যার কৃষ্ণচন্দ্র গজপতি 1 এপ্রিল 1937 থেকে 18 জুলাই 1937 স্বতন্ত্র জন অস্টেন হুব্যাক ভিক্টর হোপ
বিশ্বনাথ দাস   19 জুলাই 1937 - 4 নভেম্বর 1939 উড়িষ্যা প্রদেশ কংগ্রেস জন অস্টেন হুব্যাক
জিটি বোয়াগ
ভিক্টর হোপ
স্যার কৃষ্ণচন্দ্র গজপতি 29 নভেম্বর 1941 - 29 জুন 1944 স্বতন্ত্র হাউথর্ন লুইস ভিক্টর হোপ
ভিসকাউন্ট ওয়াভেল
হরেকৃষ্ণ মাহতাব   23 এপ্রিল 1946 - 15 আগস্ট 1947 উড়িষ্যা প্রদেশ কংগ্রেস স্যার চান্দুলাল মাধবলাল ত্রিবেদী ভিসকাউন্ট ওয়াভেল
আর্ল মাউন্টব্যাটেন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা