উজলপুর

মেহেরপুর জেলার একটি গ্রাম

উজলপুর মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম ও ডাকঘর।[১] জেলা শহরের নিকটতম গ্রামের একটি। এটি বাংলাদেশী ক্রিকেটার ইমরুল কায়েসের জন্মস্থান।

উজলপুর
গ্রাম
উজলপুর বাংলাদেশ-এ অবস্থিত
উজলপুর
উজলপুর
স্থানাঙ্ক: ২৩°৪৮′৪৪″ উত্তর ৮৮°৩৭′৩৫″ পূর্ব / ২৩.৮১২১° উত্তর ৮৮.৬২৬৫° পূর্ব / 23.8121; 88.6265
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা
জেলামেহেরপুর
আয়তন
 • মোট১.৮৫৪ বর্গকিমি (০.৭১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,৫৪৮
 • জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬:০০)
যানবাহন নিবন্ধনমেহেরপুর

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

উজলপুরের ভৌগোলিক অবস্থান ২৩°৪৮′৪৪″ উত্তর ৮৮°৩৭′৩৫″ পূর্ব / ২৩.৮১২১° উত্তর ৮৮.৬২৬৫° পূর্ব / 23.8121; 88.6265.[২][৩] এখানে ১১৭০টি পরিবারের বসবাস। বসতি এলাকার মোট আয়তন ১.৮৫৪ বর্গকিমি। দক্ষিণে মেহেরপুর শহর ও কালাচাঁদপুর গ্রাম, উত্তরে মনোহরপুর গ্রাম, পুর্বে ঝাঁউবাড়িয়া ও সুবিদপুর অবস্থিত, পশ্চিমে ভৈরব নদী, ফতেহপুর ও পশ্চিমবঙ্গ (ভারত) ।

জনমিতি সম্পাদনা

২০১১ সালের বাংলাদেশ আদমশুমারি অনুযায়ী উজলপুরের জনসংখ্যা ছিল ৪,৫৪৮ জন। যার ভিতরে পুরুষ ৪৯.৯৫% জনসংখ্যার, এবং নারী ৫০.০৫ %। এ গ্রামের গড় সাক্ষরতার হার ৪৯.৫%, পুরুষদের সাক্ষরতার হার ৫০.০৫% এবং নারীদের মধ্যে এই হার ৪৮.৩%। উজলপুরের জনসংখ্যার ১৮% এর বয়স ৯ বছরের কম। [৪]

শিক্ষা সম্পাদনা

এ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি বালিকা বিদ্যালয় রয়েছে।

স্বাস্থ্য সম্পাদনা

জেলা শহরের নিকটে হওয়ায় এ গ্রামের মানুষের কাছে চিকিৎসা সুবিধা সহজ লভ্য। সরকার নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে । এছাড়া গ্রাম্য চিকিৎসকদের সেবা সহজ লভ্য এখানে।

কৃষি সম্পাদনা

এ গ্রামের বেশির ভাগ মানুষই কৃষি কাজের সাথে জড়িত । বৈচিত্র্যময় ফসল উৎপাদনের জন্য এ গ্রাম বিখ্যাত। বছরের সব সময়ই নানাধরনের ফসলে এ ভরে থাকে মাঠ। তবে সবচাইতে বেশি উৎপাদিত হয়ে থাকে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ও অন্যান্য শীতকালীন সবজি।

অর্থনীতি সম্পাদনা

উজলপুরের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। সারাবছর ধরে নানাধরনের অর্থকরী ফসল উৎপাদন এ এলাকার অর্থনীতির চাকা সচল রেখেছে। এছাড়াও প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যোগাযোগ সম্পাদনা

জেলা শহরের নিকটবর্তী হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল।

প্রতিষ্ঠান সম্পাদনা

উজলপুরে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।

  • কুতুবপুর ইউনিয়ন পরিষদ
  • উজলপুর কৃষি ব্যাংক
  • দারিদ্র্য বিমোচন সংস্থা

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ujalpur Cc -meherpur Sadar"facilityregistry.dghs.gov.bd। স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর (ডিজিএইচএস), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (বাংলাদেশ) [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "গুগল মানচিত্রে উজলপুর"। গুগল মানচিত্র। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৩ 
  3. "ওপেনস্ট্রীটম্যাপে উজলপুর"। ওপেনস্ট্রীট ম্যাপ। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৩ 
  4. COMMUNITY REPORT : MEHERPUR, POPULATION & HOUSING CENSUS-2011 (২০১৫)। POPULATION & HOUSING CENSUS-2011 COMMUNITY REPORT : MEHERPUR (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics (BBS),Statistics and Informatics Division (SID), Ministry of Planning। পৃষ্ঠা 72। আইএসবিএন 978-984-33-8583-3