উখরা রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

উখরা রেলওয়ে স্টেশন হল আসানসোল রেলওয়ে বিভাগের অন্ডাল-সাঁইথিয়া শাখা লাইনের একটি রেলওয়ে স্টেশন যা সাহেবগঞ্জ লুপ লাইনে আন্দাল থেকে সাঁইথিয়া পর্যন্ত সংযোগ স্থাপন করে। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের এখতিয়ারের অধীনে। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার উখরা - অন্ডাল রোডের পাশে অবস্থিত।[১]

উখরা রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
উখরা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম
অবস্থানউখরা-আন্ডাল সড়ক, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩°২৩′২৯″ উত্তর ৮৭°০৮′০৯″ পূর্ব / ২৩.৩৯১৩° উত্তর ৮৭.১৩৫৭° পূর্ব / 23.3913; 87.1357
উচ্চতা১০৯ মিটার (৩৫৮ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনঅণ্ডাল-সাঁইথিয়া শাখা রেলপথ
সাহেবগঞ্জ লুপ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনমানক
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডUKA
অঞ্চল পূর্ব রেল
বিভাগ আসানসোল
ইতিহাস
চালু১৯১৩
বৈদ্যুতীকরণ২০১০-১১
আগের নামইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

অন্ডাল-সাঁইথিয়া শাখা লাইন ১৯১৩ সালে নির্মিত হয়। উখরা রেলওয়ে স্টেশন সহ অন্ডাল-পান্ডবেশ্বর সেকশনের বিদ্যুতায়ন সম্পন্ন হয় ২০১০-১১ সালে এবং পাণ্ডবেশ্বর-সাইথিয়া রুট ২০১৬ সালে সম্পন্ন হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "UKA/Ukhra"। সংগ্রহের তারিখ মে ১৯, ২০১৯