উইকিপিডিয়া আলোচনা:রাজশাহী বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৭ বছর পূর্বে "তালিকা জনিত সমস্যা" অনুচ্ছেদে

তালিকা জনিত সমস্যা সম্পাদনা

অনুগ্রহ করে, তালিকায় থাকা কোন স্থাপনা নিয়ে দ্বিধা থাকলে সেটি এখানে পরপর যুক্ত করুন। তাহলে বিষয়টি প্রতিযোগিতা শেষে আয়োজকদের মনে থাকবে ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কোনক্রমেই পূর্ব আলোচনা ব্যতীত কমপক্ষে আইডি নম্বর পরিবর্তন করবেন না। এই সমস্যার তালিকা এ জন্য যে, যাতে পরবর্তিতে বিষয়গুলো আয়োজগণ ভুলে না যান। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১১, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সমস্যা সম্পাদনা

  1. BD-E-54-8 নম্বর আইডির ‘বড় শিব মন্দির’ ও BD-E-54-17 নম্বর আইডির ‘শিব মন্দির’ আমার কাছে একই মনে হচ্ছে (ছবি দেখে)। যাইহোক, বর্তমানে দুইটির জন্য দুটি দুটি কমন্স বিষয়শ্রেণী তৈরি রয়েছে ও দুটিতেই আপলোড চলছে। এখন পরিবর্তন করলে সবগুলোর আইডি পরিবর্তন হবে। প্রস্তাব: সুতরাং যদি একই হয়, প্রতিযোগিতা শেষে তাহলে দুটি একত্র করে খালি স্থানে অন্য একটি প্রত্নতত্ত্ব প্রবেশ করানো যাবে (সরকারি তালিকার বাইরে; ১০০ বছরের হিসেব অনুযায়ী)।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৭, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
  2. ১১১ নম্বর ও ১০০ নম্বর একই স্থাপনা।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"রাজশাহী বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা" প্রকল্প পাতায় ফিরুন।