উইকিপিডিয়া আলোচনা:টিশার্টের প্রস্তাবনা

সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ৪ বছর পূর্বে "ভারতেও একই ধরনের উদ্যগের জন্য আবেদন" অনুচ্ছেদে

মনোনয়নের পূর্বে পরীক্ষণ সম্পাদনা

সুধী, কাউকে মনোনয়নের পূর্বে মনোনয়ন প্রকল্পের শর্তসমূহ মনোনীত ব্যক্তি কর্তৃক পূরণ হয় কিনা তা পরীক্ষা করে নিবেন। মনোনীত ব্যক্তির সম্পাদনা সংখ্যা দেখুন এখানে। এবং নিবন্ধ সংখ্যা দেখুন এখানে। নিবন্ধ সংখ্যা দেখার আগে অবশ্যই অপসারিত পাতা বাদ দিন অপশনটি নির্বাচন করুন। ধন্যবাদ—ImranAvenger (আলাপ) ১৬:৩৭, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভারতেও একই ধরনের উদ্যগের জন্য আবেদন সম্পাদনা

এই ধরনের উদ্যগ অবশ্যই সম্পাদকদের জন্য উৎসাহ তৈরি করবে। যেহেতু বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশ এবং ভারতের ব্যবহারকারীদের অবদান সবচাইতে বেশি, তাই ভারতীয় সম্প্রদায় পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই একই রকমের উদ্যগ নেওয়া হলেও ভালো হতো। --NahidHossain (আলাপ) ০৩:২৯, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"টিশার্টের প্রস্তাবনা" প্রকল্প পাতায় ফিরুন।