উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প চট্টগ্রাম

সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ৩ বছর পূর্বে "প্রকল্প পাতা প্রসঙ্গে" অনুচ্ছেদে

উইকিপ্রকল্প চট্টগ্রাম টেমপ্লেট সম্পাদনা

এই প্রকল্পে যে টেমপ্লেটটি ব্যবহার করা হয়েছে, তার কোনো বিশেষ প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। টেমপ্লেটটি অপসারণ করা যেতে পারে, নয়তো সরাসরি "চট্টগ্রাম"-কেন্দ্রীক একটি টেমপ্লেট সংযুক্ত করা যেতে পারে। এই প্রকল্পটিকে উইকিপ্রকল্প সিলেটের মতো গোছানোর ইচ্ছা আছে। চট্টগ্রামবাসীর পরামর্শ কাজে লাগতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:০৯, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অঞ্চলভিত্তিক প্রকল্পগুলো আমাদের গোছানো উচিত। এতে অঞ্চলভিত্তিক আউটরিচ করতে গেলে বিভিন্ন অঞ্চলের মানুষকে আরো সহজে কাছে টানা যাবে বলে আমার মত। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:১২, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

প্রকল্প পাতা প্রসঙ্গে সম্পাদনা

@Moheen, IqbalHossain, Mohammed Galib Hasan, আ হ ম সাকিব, S Shamima Nasrin, Rafi Bin Tofa, Parvezahmed, Great Hero32, RakibHossain, Mahedi181, MustafaKamal, এবং Kamrul Hasan 20: সুধীবৃন্দ, আশা করি ভালো আছেন। সম্প্রতি, উইকিপ্রকল্প চট্টগ্রাম এর পাতাটি আমি কিছুটা গুছিয়ে সাজানোর চেষ্টা করেছি। পাতাটিতে চট্টগ্রাম সম্পর্কিত উল্লেখযোগ্য নিবন্ধের তালিকা যোগ করার পাশাপাশি, নিবন্ধ তৈরি ও সম্প্রসারণ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইলো। যেকোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে তা সংশোধন করে দিতে পারেন, সেই সাথে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চট্টগ্রাম/অংশগ্রহণকারীগণ পাতায় নিজেদের নাম যোগ করার জন্যও বিনীতভাবে অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৯, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপ্রকল্প চট্টগ্রাম" প্রকল্প পাতায় ফিরুন।