উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প অফলাইন সম্পাদনা

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ১০ বছর পূর্বে "অনলাইন অংশগ্রহনকারী হতে ইচ্ছুক" অনুচ্ছেদে

প্রাথমিক নিয়মাবলী (প্রস্তাবনা বেলায়েত) সম্পাদনা

  • প্রকল্পটি এক বা একাধিক প্রশাসকের তত্বাবধানে চলবে।
  • আগ্রহী সকল অনলাইন অংশগ্রহনকারীগণের নিজের পাতায় অবশ্যই তার বর্তমান ঠিকানা, ইমেইল এবং মোবাইল বা ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে। যাতে প্রশাসকগণ অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করতে পারেন।
  • অফলাইন অংশগ্রহণকারীকে অবশ্যই নিবন্ধ পাঠানোর আগে চিঠি, ফোন অথবা ইমেইল এর মাধ্যমে নির্ধারিত প্রশাসকের কাছে নাম রেজিষ্টার করবেন। প্রশাসক অংশগ্রহণকারীকে একটি টোকেন নাম্বার দিবেন। অংশগ্রহণকারীকে পরবর্তীতে নিবন্ধ পাঠানোর সময় ঐ টোকেন নাম্বার উল্লেখ করে পাঠাতে হবে।
  • নাম রেজিষ্টার করা অংশগ্রহণকারী প্রথম নিবন্ধ পাঠানোর পরে বাংলা উইকিপেডিয়ায় তার নামে অ্যাকাউন্ট খোলা হবে। যার পাসওয়ার্ড নির্ধারিত প্রশাসকের কাছে রক্ষিত থাকবে।
  • নির্ধারিত প্রশাসক সকল অফলাইন অংশগ্রহণকারীগণের টোকেন, অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের একটি ডাটাবেস তৈরি করে নিজের কাছে রাখবেন। ভবিষ্যতে কোন অংশগ্রহণকারী নিজে সরাসরি উইকিপেডিয়ায় সম্পাদনা করতে চাইলে বা তার অ্যাকাউন্টের তথ্য সম্পর্কে জানতে চাইলে যেন তাকে তা দেওয়া যায়।

মিডিয়ার মাধ্যমে অফলাইন সম্পাদনা (প্রস্তাবনা বেলায়েত) সম্পাদনা

  • ইংরেজী উইকিপিডিয়ার ফিচার্ড নিবন্ধ দেশের কোন ইংরেজী জাতীয় পত্রিকায় প্রকাশ করা যেতে পারে।
  • ১ মাস বা ১৫ দিনের মধ্যে নিবন্ধের বাংলা অনুবাদ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
  • ভাল অনুবাদক কে সম্মাননা পুরস্কার দেওয়া হবে।
  • ভাল অনুবাদ পরবর্তীতে উইকিপিডিয়ার নিবন্ধ হিসেবে কোন জাতীয় বাংলা পত্রিকায় প্রকাশ করা হবে।
  • নিবন্ধটিকে বাংলা উইকিপিডিয়ায় পোষ্ট করা হবে।
এটি একটি ভাল উপায়, সবার মধ্যে আগ্রহ তৈরী হবে। --mak ১৮:৫৫, ৮ আগস্ট ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
এই উপায়টি আমারও খুব ভালো লেগেছে। এতে কাজ হবে বলে মনে হচ্ছে। মিডিয়ার সন্ধান শুরু করা যেতে পারে। আশাকরি আপনারা শীঘ্রই পেরে উঠবেন। -- মুহাম্মদ ০৪:২১, ৯ আগস্ট ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
আসলে ব্যপারটিতে আমার আপনার বলে কথা নাই। এটি সবাইকে মিলে করতে হবে। আমি আশা করবো নতুন নতুন আইডিয়া আপনাদের কাছ থেকেও আসুক। আমরা সবাই মিলে তা ইম্পলিমেন্ট করার চেষ্টা করবো। প্রজেক্টে যোগ দিন এবং আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।--বেলায়েত ০৪:৩৫, ৯ আগস্ট ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন অংশগ্রহনকারী হতে ইচ্ছুক সম্পাদনা

আমি এই প্রকল্পে একজন অনলাইন অংশগ্রহনকারী হতে ইচ্ছুক। এজন্য আমাকে কি করতে হবে? NahidSultan (আলাপ) ১৩:২৮, ১২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপ্রকল্প অফলাইন সম্পাদনা" প্রকল্প পাতায় ফিরুন।