ভালো নিবন্ধ হলো একটি স্বয়ংসম্পূর্ণ এবং সুলিখিত নিবন্ধ। এতে নিবন্ধের বিষয়বস্তুর সকল প্রধান আঙ্গিকের ওপর আলোকপাত থাকে। অর্থাৎ তথ্য, উপাত্ত, উদাহরণ, স্কেচ বা ছবি ইত্যাদি দিয়ে সমৃদ্ধ একটি নিবন্ধ। এটি যে দীর্ঘ হতে হবে তা নয়, কিন্তু পাঠক যেন একটি সামগ্রিক ধারণা লাভে সক্ষম হন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরেও একটি ভালো নিবন্ধ রচনা করা সম্ভব। তুলনার হিসাবে নির্বাচিত নিবন্ধের অবস্থান কয়েক ধাপ ওপরে। উইকিপিডিয়ার সকল নির্বাচিত নিবন্ধইভালো নিবন্ধ, তবে সকল "ভালো নিবন্ধ"ই "নির্বাচিত নিবন্ধের" সমকক্ষ নয়। পক্ষান্তরে, এ সব নিবন্ধের মান সাধারণের তুলনায় ভালো কিন্তু নির্বাচিত নিবন্ধ হওয়ার জন্য মনোনীত নির্বাচিত নিবন্ধের মত নয়। ভালো নিবন্ধ বলা যাবে তখনই যা সাধারণভাবে ভালো বলে মনে হয়, কিন্তু নির্বাচিত নিবন্ধ বা সেরা নিবন্ধ হওয়ার কোনো কোনো গুণাবলীর অভাব রয়েছে।
কোন নিবন্ধ অতিরিক্ত পর্যালোচনা ছাড়াই ভালো নিবন্ধের জন্য ব্যর্থ হতে পারে যদি পর্যালোচনার আগে, এটিতে পরিষ্কারকরণ ট্যাগ থাকে এবং যা সম্ভবত এখনো নিবন্ধটির জন্য বৈধ।এর অন্তর্ভুক্ত হল {{পরিষ্করণ}}, {{POV}}, {{উৎসহীন}} বা বেশি পরিমাণে {{fact}}, {{তথ্যসূত্র প্রয়োজন}}, {{স্পষ্ট করা প্রয়োজন}}, এবং সাধারণ ট্যাগ। (আরো দেখুন {{QF-tags}})। যদি নিবন্ধটি ছয়টি ভাল মানদণ্ডের যে কোনো একটিতে উত্তীর্ণ না হয় তবে তা অপেক্ষায় না রেখে এটিকে বাদ দেওয়া যেতে পারে। যদি কপিরাইট আইন লঙ্ঘন একটি মনোনীত নিবন্ধে পাওয়া যায় তবে এটি কোন পর্যালোচনা ছাড়াই ব্যর্থ হতে পারে। কপিরাইট সমস্যা থাকলে অন্য সমস্ত ক্ষেত্রে ছয়টি মানদণ্ডের বিরুদ্ধে গিয়ে একটি সম্পূর্ণ পর্যালোচনা পরিচালনা করা উচিৎ এবং মনোনীতকারীর যেকোন সমস্যা সমাধানের সুযোগ দেওয়া উচিৎ।
সকল তথ্য সঠিক হতে হবে; তথ্য যাচাই করার জন্য পর্যাপ্ত তথ্যসূত্র থাকতে হবে। it provides references to all sources of information in the section(s) dedicated to the attribution of these sources according to the guide to layout;
সকল তথ্য হালনাগাদ হবে। পুরাতন তথ্য বা উপাত্ত থাকবে না। (ইতিহাসের তথ্যেও সাম্প্রতিক গবেষণা প্রাধান্য পাবেit provides in-line citations from reliable sources for direct quotations, statistics, published opinion, counter-intuitive or controversial statements that are challenged or likely to be challenged, and contentious material relating to living persons—science-based articles should follow thescientific citation guidelines;[২] and
নির্বাচিত নিবন্ধ: a good article loses its status when promoted to a featured article. Accordingly, demoted featured articles are not automatically graded as good articles and must be reassessed for quality.
↑ Compliance with other aspects of the Manual of Style, or the Manual of Style mainpage or subpages of the guides listed, is not required for good articles.
↑Either parenthetical references or footnotes can be used for in-line citations, but not both in the same article. Dead links are considered verifiable only if the link is not a bare url.
↑This requirement is significantly weaker than the "comprehensiveness" required of featured articles; it allows shorter articles, articles that do not cover every major fact or detail, and overviews of large topics.
↑Vandalism reversions, proposals to split or merge content, good faith improvements to the page (such as copy editing), and changes based on reviewers' suggestions do not apply. Nominations for articles that are unstable because of constructive editing should be placed on hold.
↑Other media, such as video and sound clips, are also covered by this criterion.
↑The presence of images is not, in itself, a requirement. However, if images (or other media) with acceptable copyright status are appropriate and readily available, then some such images should be provided.