উইকিপিডিয়া আলোচনা:প্রস্তাবিত ভালো নিবন্ধ
শিরোনামহীনসম্পাদনাএ পাতার অনেকগুলি সংযোগ ইংরেজি উইকিতে যাচ্ছে, যার অনেকগুলি আবার ডিলিট হয়ে গেছে। আলাপ পাতার 'ভাল নিবন্ধের' ব্যানারেও এরকম দুটি লিঙ্ক রয়ে গেছে। সর্বোপরি, এ পাতায় পর্যালোচনা পাতাগুলির লিঙ্ক নেই (খুঁজে পেলাম না)। --GDibyendu ১৫:০৪, ১৩ জানুয়ারি ২০০৯ (UTC)
ঢাকা কলেজ শিল্পকলা বিভাগে কেন?সম্পাদনাএই পৃষ্ঠায় ঢাকা কলেজ শীর্ষক অন্তর্ভূক্তিটি শিল্পকলা বিভাগে আছে। আমার ধারণা এটি প্রতিষ্ঠান বা শিক্ষাপ্রতিষ্ঠান নামাঙ্কিত কোনও বিভাগে থাকা উচিত। ব্যবহারকারীদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। --অর্ণব দত্ত ১০:৪৫, ১৮ জানুয়ারি ২০০৯ (UTC) প্রস্তাবিত ভালো নিবন্ধের জন্য দেশী নিবন্ধ নির্বাচন ও বিশেষ উদ্যোগসম্পাদনাভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত করার জন্য দেশী বিষয়ের ওপর গুরুত্ব প্রদানের আহবান জানাচ্ছি। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বাংলাদেশের অর্থনীতি, মসলিন, জামদানী, ধনেশ পাখি, ইত্যাদি। এসব বিষয়ে তথ্যের ও ফটোর অভাব নেই। তবে কারো একার পক্ষে স্বল্প সময়ে সম্পূর্ণ করা সম্ভব নয়। বাছাই করে নিয়ে ৫-৬ জন সম্পাদককে এক যোগে কাজ করে ২-৩ সপ্তাহের মধ্যে এ ধরনের নিবন্ধকে ভাল নিবন্ধে উন্নীত করতে হবে। এ রকম উদ্যোগ গ্রহণ না-করলে প্রধান পাতায় বিদেশী বা লঘু গুরুত্বের নিবন্ধই আমাদের দেখতে হবে দীর্ঘকাল। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:১৫, ১২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
পর্যালোচনা ছাড়া প্রস্তাবিত নিবন্ধগুলিসম্পাদনাবাংলা উইকিপিডিয়ায় বহুসংখ্যক পরিমাণে প্রস্তাবিত ভালো নিবন্ধ রয়েছে, কিন্তু এদের মধ্য থেকে না-এর পরিমাণে নিবন্ধ ভালো নিবন্ধে পরিণত হয়। অনুগ্রহ করে কেউ এই নিবন্ধগুলির পর্যালোচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন। -- Bang Bang50 (আলাপ) ২১:২১, ১ মে ২০১৯ (ইউটিসি) প্রস্তাবিত ভাল নিবন্ধঃ সুকেন্দ্রিকসম্পাদনাসুকেন্দ্রিক জীব প্রবন্ধ টি কে ভাল নিবন্ধের জন্য মনোনীত করতে চাই, কিভাবে করব বুঝতে পারছিনা। RIT RAJARSHI (আলাপ) ১৮:২৯, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
ঃঃ ধন্যবাদ। RIT RAJARSHI (আলাপ) ১৯:২১, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি) হুমায়ুন আজাদসম্পাদনা@Meghmollar2017:, হুমায়ুন আজাদ নিবন্ধটি আসলেই ভালো নিবন্ধের পর্যায়ে পড়ে কিনা তা পুনর্বিবেচনায় আনার অনুরোধ করছি; হুমায়ুন আজাদের কোনো মুক্ত চিত্র উপলব্ধ নেই, হুমায়ুন আজাদের সব বইয়ের উইকিপাতা নেই, যেমনঃ ফুলের গন্ধে ঘুম আসেনা বইটি সম্পর্কিত পাতা নেই, হুমায়ুন আজাদ সম্পর্কে অনেক কথা 'ব্যক্তিগত মতামত'-এর মতো হয়ে গেছে হুমায়ুন আজাদ নিবন্ধটিতে, নিবন্ধটি ভালো করে পড়ে দেখার অনুরোধ করছি। ফয়সাল পিয়াস (আলাপ) ১৪:৩৯, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি) রবার্ট হুবার রসায়ন বিজ্ঞানী প্রবন্ধ টি কে ভাল নিবন্ধের জন্য মনোনীত করতে চাই, কিভাবে করব বুঝতে পারছিনা।--Shashanka Chandra Das (আলাপ) ০৪:১৮, ২৯ অক্টোবর ২০২০ (ইউটিসি) |