উইকিপিডিয়া:Articles for deletion/নিন্টেন্ডো

নিচের আলোচনাটি নিম্নলিখিত নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।

ফলাফল ছিল: সংরক্ষণ। --- যুদ্ধমন্ত্রী আলাপ ০১:৫৮, ২৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমি মনে করি নিন্টেন্ডো এর নিবন্ধন ডিলিট করা উচিত হবে না। কারন, ইংরেজী ভার্সন -এ এই নিবন্ধনটি রয়েছে। যদি আমরা বাংলা উইকিপিডিয়াকে ইংরেজী এর মত বিশাল করতে চাই, তাহলে আমাদেরকে নিন্টেন্ডোকে যোগ করতেই হবে। আর নিন্টেন্ডো একটি অ্যানিমি, গেম, কনসোল প্রস্তুত কারক। তাই এটিকে অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যা থাকার কথা না। --দেওয়ান নাঈম (আলাপ) ১৬:৪০, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি নিবন্ধের অপসারণ প্রস্তাবনার একটি হালনাগাদকৃত বিতর্ক। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। নতুন কোনো মন্তব্য বা আলোচনা উপযুক্ত পাতায় করা উচিত (যেমন অপসারিত না হলে নিবন্ধের আলাপ পাতায় বা অপসারিত হলে অপসারণ পর্যালোচনার পাতায়)।