উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা/সংক্ষিপ্ত রূপ

এই নীতি পাতায় বাংলা উইকিপিডিয়ায় কোনো শব্দ বা নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহারের নিয়ম তুলে ধরা হয়েছে।

বাংলা ভাষায় কোনো শব্দ বা নামের সংক্ষিপ্ত রূপ তেমন প্রচলিত নয় বা সংক্ষিপ্ত রূপগুলো অন্য ভাষা থেকে ধার করা। তবে এক সুনির্দিষ্ট সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে পাঠকবর্গ ও সম্পাদকবর্গ আরও সহজে উইকিপিডিয়া পাঠ করতে ও সম্পাদনা করতে পারবে। কোনো নীতির সঙ্গে কোনো নামবাচক বিশেষ্যের সঠিক ব্যবহারের দ্বন্দ্ব দেখা দিলে সেই নীতিকে উপেক্ষা করুন। কোনো লিখিত উৎসের কোনো উক্তিতে ব্যবহৃত সংক্ষিপ্ত রূপ সেই উৎসের ন্যায়ই হবে যদি সেই উক্তিটি উইকিপিডিয়ার নিজস্ব অনুবাদ না হয়।

যাচাইযোগ্য সংক্ষিপ্ত রূপ ব্যবহার করুন সম্পাদনা

সংক্ষিপ্ত রূপ নিয়ে মৌলিক গবেষণা যথাসম্ভব এড়িয়ে চলুন। যেমন: "ভারতীয় প্রশাসনিক সেবা" নামটি Indian Administrative Service নামের এক ভালো বঙ্গানুবাদ হতে পারে, কিন্তু এই সংস্থাটি ভাপ্রসে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে না; এর দাপ্তরিক সংক্ষিপ্ত রূপ IAS বা তার বাংলা প্রতিবর্ণীকরণ আইএএস ব্যবহার করুন। ক্ষুদ্র জায়গায় (যেমন তথ্যছক বা সারণিতে) সংক্ষিপ্ত রূপের প্রয়োজন হলে যথসম্ভব বহুল প্রচলিত সংক্ষিপ্ত রূপ ব্যবহার করুন।

বিসর্গ বনাম ডট সম্পাদনা

সংক্ষিপ্ত রূপ প্রকাশের জন্য বিসর্গ (ঃ) ব্যবহার করা বর্জন করুন, এর জায়গায় ডট চিহ্ন (.) ব্যবহার করুন। যেমন:[১][২]

  • ডাক্তার → ডা., ডাঃ নয়
  • লিমিটেড → লি., লিঃ নয়

তবে আদ্যক্ষর বা অ্যাক্রনিমের ক্ষেত্রে বিসর্গ বা ডট না ব্যবহার করাই ভালো, যেমন কিমি, লসাগু ইত্যাদি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Amin, Mohammed। "বিসর্গবিধি ও উচ্চারণ" 
  2. "সহজ বাংলা বানানের নিয়ম"দ্য ডেইলি জনকণ্ঠ। মে ৪, ২০১৯। ৪১. বিসর্গ (ঃ ) ব্যবহার: বিসর্গ একটি বাংলা বর্ণ এটি কোনো চিহ্ন নয়। বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। বিসর্গ (ঃ) হলো অঘোষ ‘হ্’-এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। ‘হ’-এর উচ্চারণ ঘোষ কিন্তু বিসর্গ (ঃ)-এর উচ্চারণ অঘোষ। বাংলায় ভাষায় বিস্ময়াদি প্রকাশে বিসর্গ (ঃ )-এর উচ্চারণ প্রকাশ পায়। যেমন- আঃ, উঃ, ওঃ, ছিঃ, বাঃ । পদের শেষে বিসর্গ (ঃ) ব্যবহার হবে না। যেমন ধর্মত, কার্যত, আইনত, ন্যায়ত, করত, বস্তুত, ক্রমশ, প্রায়শ ইত্যাদি। পদমধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে। যেমন অতঃপর, দুঃখ, স্বতঃস্ফূর্ত, অন্তঃস্থল, পুনঃপুন, পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি। অর্ধ শব্দকে পূর্ণতা দানে অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা হলেও আধুনিক বানানে ডট ( . ) ব্যবহার করা হচ্ছে। যেমন- ডাক্তার>ডা. (ডাঃ), ডক্টর>ড. (ডঃ), লিমিটেড> লি. (লিঃ) ইত্যাদি। বিসর্গ যেহেতু বাংলা বর্ণ এবং এর নিজস্ব ব্যবহার বিধি আছে— তাই এ ধরনের বানানে (ডাক্তার>ডা., ডক্টর>ড., লিমিটেড> লি.) বিসর্গ ব্যবহার বর্জন করা হয়েছে। কারণ বিসর্গ যতিচিহ্ন নয়। [সতর্কীকরণ: বিসর্গ (ঃ)-এর স্থলে কোলন ( : ) কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যেমন- অত:পর, দু:খ ইত্যাদি। কারণ কোলন ( : ) কোনো বর্ণ নয়, চিহ্ন। যতিচিহ্ন হিসেবে বিসর্গ (ঃ) ব্যবহার যাবে না। যেমন- নামঃ রেজা, থানাঃ লাকসাম, জেলাঃ কুমিল্লা, ১ঃ৯ ইত্যাদি।]