ভীম ভবানী
ভীম ভবানী

ভবেন্দ্রমোহন সাহা বা ভীম ভবানী ছিলেন একজন ভারতীয় কুস্তিগিরভারোত্তলক। তার যখন ১৯ বছর বয়স তখন ভারতের প্রসিদ্ধ কুস্তিগির প্রফেসর রামমূর্তী নাইডু তার সার্কাসের দল নিয়ে কলকাতায় খেলা দেখাতে আসেন। তিনি রামমূর্তীর কাছে শরীরচর্চার প্রশিক্ষণ নেন এবং তার সাথে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে তার শারীরিক শক্তির পরিচয় দেন। পরে তিনি রামমূর্তীর সার্কাসের দলে যোগ দিয়ে রেঙ্গুনে পাড়ি দেন এবং রেঙ্গুন, সিঙ্গাপুর হয়ে জাভায় পৌঁছান। পরে প্রফেসর বসাকের হিপোড্রোম সার্কাসের সাথে এশিয়া যাত্রা করেন ও তার কৃতিত্বের পরিচয় দেন। জাপান সম্রাট (মিকাডো) তার শারীরিক শক্তির পরিচয় পেয়ে তাকে স্বর্ণপদক দান করেন। বুকের উপর হাতী তোলার জন্য তিনি কিংবদন্তিতে পরিণত হন। তার বর্ণময় কর্মজীবনে তিনি মোট ১২০ খানা স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন। এছাড়াও পুরস্কার স্বরূপ শাল, আলোয়ান, আংটি, মোটর গাড়ি ও নগদ টাকাও পেয়েছিলেন। কলকাতায় স্বদেশী মেলায় অমৃতলাল বসু তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে মহাভারতের ভীমের সাথে তুলনা করেন ও তাকে কলিকালের ভীম বলে বর্ণনা করেন এবং 'ভীম ভবানী' আখ্যা দেন। পশ্চিম ভারতে তিনি 'ভীমমূর্তী' নামে খ্যাত ছিলেন। (বাকি অংশ পড়ুন...)