উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/CommonsDelinker

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: CommonsDelinker
  • পরিচালক: Bryan
  • কাজ: Delinking deleted images, Replacing images
  • প্রোগ্রামিং ভাষা: pywikipedia
  • সম্পাদনার মোড: Automatic
  • সম্পাদনার হার:
  • বিস্তারিত: এই বটটি কমন্স থেকে অপসারিত বিভিন্ন ফাইল পরিষ্কার করে থাকে। এখন পর্যন্ত এটির কোন মিসইউজ আমার চোখে পড়েনি। তাই সাম্প্রতিক পরিবর্তনসমূহ পাতার চাপ কমাতে এই একাউন্টটিকে বট হিসেবে অনুমোদনের অনুরোধ করছি।

যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৪:১৩, ১৩ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি। কারণ এটি ভুল না করলেও এর সম্পাদনার হার খুব কম তাই এটি সাম্প্রতিক পরিবর্তনে কোনো নয়েজ তৈরি করে না। তাছা[ড়া কোন নিবন্ধে কোন চিত্র সরিয়ে ফেলা হলো তা আমাদের চোখে পড়তে এটি সাহায্য করে তাই আমরা কমন্স থেকে একটা প্রযোজ্য চিত্র দিতে পারি বা কমন্সের কারও রিকমেন্ডেড চিত্র দেওয়া হলে সেটা আমারা রাখতে চাই কী না সেটাও দেখতে পারি সহজেই। আর এসবই সম্ভব হয় কারণ এটির ফ্ল্যাগ না থাকায় আমরা এটির সম্পাদনা দেখতে পাই। এটার পূর্বে বট ফ্ল্যাগ ছিলো কিন্তু এসব কারণেই ফ্ল্যাগ পরে সরিয়ে নেওয়া হয়েছিলো। — তানভিরআলাপ১২:৪৭, ১৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

সম্পাদনা