উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/AishikBot/২য়

AishikBot সম্পাদনা

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: AishikBot
  • পরিচালক: Aishik Rehman
  • কাজ: টেমপ্লেট ও মডিউল আমদানি
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন
  • সম্পাদনার মোড: অর্ধ-স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ১০-১২
  • বিস্তারিত: শ্রেণিবিন্যাস/ উপসর্গযুক্ত ১০০০০+ ইংরেজি (এবং প্রয়োজনে অন্যান্য) টেমপ্লেটগুলো আমদানি করা। এগুলো সাধারণত একই ধাঁচের টেমপ্লেট। বাংলা উইকিপিডিয়ার বেশকিছু ট্যাক্সা নিবন্ধে আগেকার ট্যাক্সোবক্স টেমপ্লেট ব্যবহার করা হচ্ছে, যেটা আগে ইংরেজিতেও করা হত। তারপর ইংরেজিতে স্বয়ংক্রিয় ট্যাক্সোবক্স টেমপ্লেটে চলে আসে, বাংলাতেও নতুন নিবন্ধগুলোতে এটা ব্যবহার করা হচ্ছে। নতুন নিবন্ধ অনুবাদ করতে গেলেই এসব টেমপ্লেট অনুবাদ সরঞ্জামের মাধ্যমে নিজ থেকেই চলে আসে কিন্তু সেগুলো বাংলায় না থাকায় কাজ করে না। এভাবে প্রতিবার টেমপ্লেট তৈরি মুশকিল, নতুন ব্যবহারকারীদের জন্য তা আরও সমস্যার। এইজন্য টেমপ্লেটগুওলো একই সঙ্গে আমদানি করা যেতে পারে। ভবিষ্যতে একইরকম অন্যান্য কাজের ক্ষেত্রেও এই অনুমতি প্রযোজ্য হতে পারে।

Aishik Rehman (আলাপ) - ২৩:৩১, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  অনুমোদিত। ‍‍‍‍— তানভির১৩:৩৮, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা সম্পাদনা

  • ঐশিক রেহমান, প্রথমত, দশ হাজারের মতো টেমপ্লেট/মডিউল আমদানি করতে দুই দিনের মতো সময় লাগতে পারে। ‘ভবিষ্যতে একইরকম অন্যান্য কাজ’ বলতে আপনি কী বোঝাচ্ছেন সেটা একটু জানাবেন কি? অর্থাৎ, এই সময় পর বটটি কি নিষ্ক্রিয় থাকবে না অন্য কোনো কাজ করবে? দ্বিতীয়ত, উপরে ইয়াহিয়ার মতো ইংরেজি টেমপ্লেটের অবদানকারী স্বীকৃতির বিষয়ে জোর দিতে চাই (এটা আইনগত বাধ্যকতা) যেনো ‘ইংরেজি উইকিপডিয়ার [[:en:Special:PermaLink/xxxxxx|সংস্করণ]] থেকে আমদানিকৃত’ ধরনের সম্পাদনা সারাংশ ব্যবহার করা হয়।— তানভির১১:৫৯, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Wikitanvir@Yahya সম্পাদনা সারাংশে স্থায়ী সংযোগের মাধ্যমে ইংরেজি টেমপ্লেটের অবদানকারীদের স্বীকৃতির ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। আমি ইতোমধ্যে আরও কয়েকটি পাতা আমদানি করেছি এই ফর্ম্যাটে সারাংশ সহ, পরীক্ষা করে দেখুন স্থায়ী সংযোগ ঠিকমত পাচ্ছে কিনা। দ্বিতীয়ত ভবিষ্যতের কাজ বলতে যদি নতুন টেমপ্লেট ইংরেজি উইকিতে আবারও তৈরি হয় তাহলে সেগুলো আনার জন্য নতুন করে অনুমতি চাইব না, এতেই কাজ করব। এছাড়া টেমপ্লেটগুলোতে কিছু কমন শব্দ অনুবাদ করতেও আগের বানান সংশোধনের অনুমতি ব্যবহার করব। এই আরকি (: Aishik Rehman (আলাপ) - ১৩:১২, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ঐশিক রেহমান, একই কাজ আবার করতে এই অনুমতি ব্যবহার করতে পারেন একই সাথে আমদানিকৃত টেমপ্লেটগুলোর বাংলার অনুবাদ ও বানান সংশোধনেও এই অনুমতি কার্যকর থাকবে। তবে বানান সংশোধন ও পরিভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি, কারণ অনেক ক্ষেত্রেই ঐকমত্য নেই, তাই সেক্ষেত্রে আলোচনা করে নেওয়া উচিত হবে। ধন্যবাদ। — তানভির১৩:৩৬, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]