উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Yahya ২
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ১৯ (১০০%); বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • ১৬:২২, ২৪ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Yahya
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১৯/০/০); শেষ হবে: ২৪ জুন ২০২২ ১৫:৫৭ (ইউটিসি)
মনোনয়ন
সূধী, আমি ইয়াহিয়া, বাংলা উইকিপিডিয়ার নিয়মিত সম্পাদকদের একজন। গত কয়েকবছর ধরে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয়ভাবে অবদান রাখছি। এছাড়া উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত, উইকিভ্রমণসহ আরও বেশ কিছু প্রকল্পে নিয়মিত কাজ করছি। আমি বাংলা উইকির একজন ইন্টারফেস প্রশাসক, উইকিভ্রমণের প্রশাসক (২০২১-এর সেপ্টেম্বর থেকে) ও ইন্টারফেস প্রশাসক, বৈশ্বিক রোলব্যাকার এবং স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের (VRT) সদস্য, বিস্তারিত আমার কেন্দ্রীয় প্রমাণীতে পাওয়া যাবে। বাংলা উইকিপিডিয়ায় আমি এখন পর্যন্ত ২৯০০০+ সম্পাদনা ও ৬৯০টি নিবন্ধ তৈরি করেছি।
বাংলা উইকিতে আমি নির্দিষ্ট কোনও কাজ না করে বিভিন্ন সময় পাতা অনুবাদ, নতুন ব্যবহারকারীদের সাহায্য, বিষয়শ্রেণী ঠিক করা, নতুন পাতা পর্যালোচনা ও সংশোধন, মিডিয়াউইকি নামস্থানের পাতা ও গ্যাজেট হালনাগাদ, প্রয়োজন অনুসারে ব্যবহারকারী স্ক্রিপ্ট তৈরি/রক্ষণাবেক্ষণ, ধ্বংসপ্রবণতা ও স্প্যাম রোধে কাজ করাসহ প্রায় সকল ক্ষেত্রেই কাজ করি। আমার বৈশ্বিক রোলব্যাকার অধিকার থাকায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে। প্রশাসক হলে প্রশাসনিক কাজ করার পাশাপাশি আমি আমার নিয়মিত সম্পাদনা ও নিবন্ধ তৈরি চালিয়ে যাবো।
২০২১ সালের অক্টোবরে কয়েকজন ব্যবহারকারী আমাকে প্রশাসকত্বের জন্য মনোনয়ন ও সহ-মনোনয়ন দিয়েছিলন। ব্যক্তিগত কারণে তখন মনোনয়ন গ্রহণ না করলেও বর্তমানে আমি প্রশাসক সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত।
আশা করি বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ ও নিয়মিত সম্পাদকরা তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।— ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:৫৭, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসক সরঞ্জাম ব্যবহার করে আমি ক্রমবর্ধমান ধ্বংসপ্রবণতা ও স্প্যাম প্রতিরোধ, কপিরাইটযুক্ত সংস্করণ অপসারণ, পাতা অপসারণ, ব্যবহারকারীদের প্রশাসকদের প্রতি নিয়মিত অনুরোধ প্রক্রিয়া করা ও প্রয়োজন অনুসারে পাতায় সুরক্ষা যোগ ও অপসারণের কাজ করতে চাই।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: সেরা অবদানটা বলা কঠিন। তবে বাংলা উইকিপিডিয়ায় আমার করা ধ্বংসপ্রবণতা বিরোধী কাজগুলোকে আমার সেরা কাজ মনে হয়।
সমর্থন
সমর্থন: সাম্প্রতিক পরিবর্তনে এই আবেদনের কথা জানতে পারলাম। আর, ইয়াহিয়া ভাইয়ের মতো একজন উইকিপিডিয়ানের আবেদনে তো আমার সমর্থন থাকবেই! দীর্ঘদিন গঠনমূলক অবদানের পাশাপাশি কারিগরি দিকেও তার দক্ষতা প্রশ্নাতীত। আশা করি, প্রশাসক হওয়ার পর তিনি একইরকম দক্ষতার ছাপ রাখবেন। তার প্রতি শুভকামনা রইলো। ≈ MS Sakib «আলাপ» ১৬:০৪, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দৃঢ় সমর্থন: ইয়াহিয়া ভাইয়ের সাথে পরিচয় অল্পদিনের হলেও তার ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়।আর তার নিরলস পরিশ্রমের জন্য তিনি এই পদের যথার্থ দাবিদার।-- নোমান (📨আলাপ│📝অবদান)১৬:৪৩, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন ইয়াহিয়া ভাই বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হলে তা অবশ্যই মঙ্গলজনক হবে বলে আশা করছি। উনি একজন নিয়মিত এবং পরিশ্রমী উইকিপিডিয়ান। নাহিয়ান আলাপ ১৬:৪৬, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন বর্তমানে সক্রিয় প্রশাসকের প্রয়োজনীয়তা বাংলা উইকিপিডিয়ায় রয়েছে। — আদিভাই • আলাপ • ১৬:৫৯, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন অভিজ্ঞ ব্যবহারকারী, ইতিমধ্যে বাংলা উইকিপিডিয়ায় ইন্টারফেস প্রশাসক অধিকার সহ বৈশ্বিক বিভিন্ন অধিকার রয়েছে। আমি মনে করি ইয়াহিয়া ভাই একজন ভালো ও সক্রিয় প্রশাসক হবেন। শুভকামনা —শাকিল (আলাপ · অবদান) ১৮:১৩, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন – মেহেদী আবেদীন ১৮:২৪, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দৃঢ় সমর্থন: তিনি সক্রিয় একজন উইকিপিডিয়ান। সহযোগিতার মনোভাব নিয়েও কাজ করেন। তিনি প্রশাসক হলে বাংলা উইকিপিডিয়া উপকৃত হবে বলে মনে করি।--Factcheckerhuman (আলাপ) ১৯:২৫, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন —সজীব (আলাপ) ০১:২৬, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন — AKanik 💬 ০৬:০৯, ১৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন — নাফিউল(আলাপ) ০৩:১৩, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দৃঢ় সমর্থন ইয়াহিয়া ভাইয়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। শুভকামনায় সাজিদ
১১:০৩, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দৃঢ় সমর্থন: শুভকামনা। কৌতূহলী প্রযুক্তিবিদ (আলাপ) ১১:৪০, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৪, ১৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন ⋯Aishik Rehman (আলাপ) ০৩:২৯, ২০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন ⋯Prince ০৩:৩৬, ২০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন আশা করি গুরুত্বপূর্ণ নিবন্ধ ও নির্দেশনা অনুবাদের মাধ্যমে আরো এগিয়ে নিবেন বাংলা উইকিপিডিয়া প্রকল্পকে। —মহাদ্বার আলাপ ০৯:০৫, ২০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দৃঢ় সমর্থন — শাহ ইমতিয়াজ☎ ১১:০৬, ২০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন - শুভ কামনা রইল। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৪২, ২০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমর্থন - উইকিতে কাজ করার শুরু থেকেই ইয়াহিয়া ভাই বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।Hasnat Abdullah (আলাপ) ১৬:১৬, ২১ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]