উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Shudrak1
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি ব্যর্থ আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
Shudrak1
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/২); শেষ হবে: ২ মে ২০১৪ ০৬:৩৫ (ইউটিসি)
মনোনয়ন
আমি বাংলা উইকিপিডিয়ায় একজন নিয়মিত ব্যবহারকারী। নিজেকে প্রশাসন সংক্রান্ত কাজে যুক্ত করার জন্যই এই প্রস্তাব রাখছি।
উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয়ের নিবন্ধে আমি নিয়মিত অবদান রাখছি। আমি একজন কবি।নিবন্ধের পাশাপাশি উইকিপিডিয়া নীতিমালা, সাহায্য এবং প্রশাসন সংক্রান্ত কিছু পাতা অনুবাদে যুক্ত আছি। বাংলা উইকি ছাড়াও এর অন্যান্য প্রকল্পে যুক্ত আছি। যেমন: উইকিকমন্স, উইকিউপাত্ত, মেটাউইকি -এই সব প্রকল্পে মূলত বাংলাতে পাতা অনুবাদ কিংবা টেমপ্লেট অনুবাদের কাজ করে থাকি।
বাংলা উইকিতে আমি ধ্বংসপ্রবণতা রোধে কাজ করি। প্রশাসকদের সরঞ্জাম ব্যবহার করে কিছু বিশেষ কাজ: মিডিয়াউইকি নামস্থান, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়নের কাজ ও অন্যান্য নিয়মিত কাজ: ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ ইত্যাদি করতে চাই। বাংলা উইকি সম্প্রদায়ের অভিজ্ঞ সদস্যরা তাদের সুচিন্তিত মতামত আমার এই আবেদনে দিবে- এ আশাবাদ ব্যক্ত করছি।
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ:
হ্যা । আমি প্রশসাকত্বের কাজ করতে আগ্রহী। আমি একজন ভারতীয় কবি । আমার লেখা ভারতের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।সম্প্রতি বাংলাদেশ -এ আমার লেখা প্রকাশিত হয়েছে।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ:
আমি কবি তীর্থঙ্কর মৈত্র এর জীবনী তুলে ধরেছি। কবি তীর্থঙ্কর মৈত্র ভারতীয় উল্লেখযোগ্য একজন কবি।আশির দশকে খুব জনপ্রিয়তা লাভ করেন।কবি বিনয় মজুমদার -এর স্নেহধন্য বা শিষ্য বলাযেতে পারে।
সমর্থন
আমি কবি শূদ্রক উপাধ্যায় কে চিনি। আমি সমর্থন করছি। আশা করি উনি বাংলা সাহিত্য বিষয়ে অনেক তথ্য দিয়ে উইকিপিডিয়া কে সাহায্য করবেন। --Amit1980 (আলাপ) ০৭:০৪, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিরোধিতা
একমত নই -- এই ব্যবহারকারীর উইকিতে কোন অবদান ও অভিজ্ঞতা নেই বললেই চলে। উনি দাবী করেছেন, ধ্বংসপ্রবণতা রোধে উনি কাজ করেছেন, কিন্তু সেরকম কোন কিছুই করেননি। যদিও তিনি দাবি করেছেন তিনি উইকিউপাত্ত ও মেটাউইকিতে মূলত বাংলাতে পাতা অনুবাদ কিংবা টেমপ্লেট অনুবাদের কাজ করে থাকেন, কিন্তু বাস্তবে উনি এগুলোরও কিছুই করেননি। এই ব্যবহারকারীর দ্বারা বাংলা উইকিতে প্রশাসক হওয়ার আবেদনের প্রচন্ডভাবে বিরোধিতা করছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৭, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
- সম্পূর্ণ
বিরোধিতা করছি। এই ইউসার মাত্র একটি নিবন্ধন প্রণয়ন করেছেন। মাত্র ২ দিন হলো তিনি উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেছেন। এরি মধ্যে নিজেকে অভিজ্ঞ, নিয়মিত ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করা শুরু করেছেন। তিনি বলেছেন উইকিকমন্স, উইকিউপাত্ত, মেটাউইকি -এই সব প্রকল্পে মূলত বাংলাতে পাতা অনুবাদ কিংবা টেমপ্লেট অনুবাদের কাজ করেন। কিন্তু বৈশ্বিক অবদান দেখলে দেখা যায় মাত্র ৩৭টি অবদান তার। এর মধ্যে বাংলা উইকিতে ২৯টি যার ৪টিই এই আবেদনে। এই ব্যবহারকারী তার স্বাগতম বার্তটি পড়েছে কী না যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই ব্যবহারকারীকে অনুরোধ করব দয়া করে উইকিপিডিয়া সম্পর্কে আরেকটু বুঝুন এবং সিদ্ধান্ত নিন। তাওহীদ (আলাপ) ১০:৪২, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]