উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা/সৌমেন্দু লাহিড়ী

সৌমেন্দু লাহিড়ী সম্পাদনা

সৌমেন্দু লাহিড়ী (আলাপ|সম্পাদনা|ইতিহাস|লগ|সংযোগ|নজরে রাখুন) (XfD|পুনরুদ্ধার)

এই নিবন্ধটি উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও পর্যাপ্ত আলোচনা ছাড়াই অপসারণ করা হয়। বিষয় সম্পর্কিত প্রশাসক অধৈর্য হলে উইকিতে কাজ করা দুঃসহ হয়ে পড়বে। নিবন্ধটি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। Tbengalieditor > Talk ১৯:২৭, ২৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

WP:লেখকWP:ANYBIO পূরণে ব্যর্থ এই নিবন্ধটির অপসারণ আলোচনা নিয়মানুসারে ৭ দিন চলার পরে মুছে ফেলার কথা; সেস্থলে, ১২ দিন পর মুছে ফেলা নিবন্ধ মোটেও দ্রুত মুছে ফেলা নয়। প্রস্তাবক একমাত্র ব্যক্তি হিসাবে পক্ষে মতামত দিয়েছিলেন; একাধিক অভিজ্ঞ ব্যবহারকারী মুছে ফেলার পক্ষে মত দেন। প্রশাসক হিসাবে উইকিপিডিয়ার নিয়মাবলী মেনে আলোচনাটি বন্ধ করা হয়েছে অপসারণ করার মাধ্যমে। - Ashiq Shawon (আলাপ) ২২:২৫, ২৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এই ব্যক্তির বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল দ্বারা ইনি স্বীকৃত। উল্লেখযোগ্য সংবাদপত্রে এনার নামে নিবন্ধ ও এনার কাজও প্রকাশিত হয়।
আর আপনি বলছেন ব্যক্তি উল্লেখযোগ্য নয় !!!
উল্লেখযোগ্যতার মানদন্ড আর তাহলে কী? এই সম্পর্কে পশ্চিমবঙ্গের সম্মানীয় যারা উইকিপিডিয়ান আছেন, তাদের মতামত চাইছি। @Jayantanth @Tanay barisha Tbengalieditor > Talk ০৩:১১, ২৪ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আলোচনা অনুসারে। Yahya (আলাপ) ১৭:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]