উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/পর্যবেক্ষক/২০২৩


  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন পর্যবেক্ষক হতে ইচ্ছুক। শর্ত অনুযায়ী মূল নামস্থানে আমার সম্পাদনার সংখ্যা ১০০০ এর বেশি। আমার নজরে থাকা পাতাগুলোতে কোনো পরিবর্তন হলে আমি তার ভাল-মন্দ পর্যবেক্ষন করে থাকি, পর্যবেক্ষকের অধিকার পেলে আমার পক্ষে কাজটি করতে সুবিধা হবে। ≈ তানবিরুজ্জামান  «আলাপ» ০৬:৩৯, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Tanbiruzzaman ভাই মূল নামস্থান বলতে বোঝায় নিবন্ধ নামস্থানে কত সম্পাদনা আছে। আপনার নিবন্ধ নামস্থানে ০৬:৫৬, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি) সময় অনুযায়ী সম্পাদনা ৯৯০। আশা করি বোঝাতে পেরেছি। ≈ ফারহান  «আলাপ» ০৬:৫৮, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Md.Farhan Mahmud ধন্যবাদ, বিষয়টি জানানোর জন্য। কিন্তু বর্তমানে মূল নামস্থানে সম্পাদনা সংখ্যা ১০০০-এর বেশি হয়েছে। ≈ তানবিরুজ্জামান  «আলাপ» ১০:১২, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
পর্যবেক্ষক হলে আপনি কি কি করতে পারবেন যা এখন করতে পারছেন না? -- NahidHossain (আলাপ) ১৩:৩৫, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzamanইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:১৫, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
যেমনটা উইকিপিডিয়া:পর্যবেক্ষক পাতায় বলা আছে উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা,(বিশেষ করে তথ্যসূত্রের যাচাই) এবং ধ্বংসপ্রবণতা রোধের কাজকে সহজ করতে অধিকারটির প্রয়োজন। বিশেষ করে নতুন নিবন্ধে উপরে উল্লেখিত বিষয়সমূহ (কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, রচনাশৈলী নির্দেশনা ইত্যাদি) যাচাই ও সংশোধন ও [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] বোতামটির ব্যবহার অন্য সম্পাদকদের চাপ কমাবে এবং পুনরায় যাচাইয়ের প্রয়োজন পড়বেনা বলে মনে করছি। ≈ তানবিরুজ্জামান  «আলাপ» ২০:১৬, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে। আপনার মূল নামস্থানের সম্পাদনা কম, তবে আপনার কাজ দেখে মনে হয়েছে আপনি অধিকারের সঠিক ব্যবহার করতে পারবেন। আশা করি নতুন নিবন্ধ টহলদান নীতিমালাও পড়ে নিয়েছেন। স্বেচ্ছাসেবার জন্য আপনাকে ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:৩৯, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় কয়েক মাস ধরে অবদান রেখে চলেছি।এর পাশাপাশি নতুন পাতা তৈরি করছি। নতুন পাতা পর্যবেক্ষণের সুবিধার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন।পর্যবেক্ষণ অধিকারের দেওয়া সকল নীতিমালায় শর্ত আমি পূরন করেছি। এই অধিকার পেলে আমার নতুন পাতা পর্যবেক্ষণের কাজটি সহজ হবে। ধন্যবাদ। কমলাকান্তের দপ্তর (আলাপ) ১৮:১৩, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৯:০০, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]