উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৭

Sajib Babu সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়াকে আরো উন্নত করতে Sajib Babu (আলাপ) ১৬:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। তবে এই অধিকারটি যারা নিয়মিত নিবন্ধ তৈরি করেন উইকিপিডিয়ার সব নিয়ম-কানুুন সম্পর্কে পরিচিত এবং কমপক্ষে ৫০টি নিবন্ধ তৈরি করেছে তাদেরই দেওয়া হয়। উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদনা করুন। তাহলে ভবিষ্যতে অধিকারটি আপনার একাউন্টের সাথে যুক্ত করা হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Sajid Ahmed Nijhu সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করি। উইকিতে সম্পাদনার কাজে আছি ১ বছরের বেশি সময় ধরে। এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় ১০০০+ সম্পাদনা করেছি এবং ৫০+ নিবন্ধ তৈরি করেছি। স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির আবেদন করছি, আশা করি এই অধিকারটি পাওয়ার কিছুটা হলেও মানদন্ড অর্জন করেছি। Sajid (আলাপ) ১০:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার বেশ কিছু নিবন্ধ কপিরাইট সমস্যার কারণে অপসারণ করা হয়েছে এবং আমি দুটি নিবন্ধ দেখলাম যার মধ্যে ওয়েসিস অব দ্য সিস নিবন্ধটির অর্ধেকই আপনি এই লিংক থেকে কপি করে যুক্ত করেছেন। সুতরাং আপনার প্রতি প্রশ্ন কখন বা কোন অবস্থায় উইকিপিডিয়াতে অন্য কোন ওয়েবসাইটের লেখা কপি করে যুক্ত করা যায়? যদি যায় কেন? আর যদি না যায় তাহলে কি কারণে দয়া করে ব্যাখ্যা করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ার সম্পাদনার বিষয়ে আমার ধারণা খুবই কম ছিলো। ফলে বেশকয়েকটি কাজ ভুল হয়েছিল। তবে বেশকিছুদিন ধরে পুরনো নিবন্ধগুলোর মানোন্নয়নের কাজ করছি। আশা করছি খুব দ্রুত সমস্যাগুলোর সমাধান করে ফেলবো। Sajid (আলাপ) ০৮:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি প্রশ্নের কোন উত্তর দেননি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Al Riaz Uddin Ripon সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি চার মাসেরও অধিক সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা ও নিবন্ধ তৈরি করছি।মূলত আমার বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে ভালো লাগে।তাই আমাকে যদি অত্র অধিকারটি যদি দেন তাহলে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজ আমার পক্ষে অনেক সহজ হবে।আশা করি করে দেবেন। Al Riaz Uddin Ripon (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

  করা হয়নি এই অধিকারটির মাধ্যমে আপনার একাউন্টের বিশেষ কোন সুবিধা যুক্ত হবে না। তবে, এই অধিকারটি যুক্ত করার মাধ্যমে অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবেন আপনার তৈরি নিবন্ধ আর পর্যালোচনার প্রয়োজন নেই। সুতরাং এই অধিকারটি শুধু তাদের দেওয়া হয় যারা উইকিপিডিয়াতে নিবন্ধ নিবন্ধ তৈরি করে কোন প্রকার ভুল ত্রুটি ছাড়াই এবং এটা মনে করা হয় যে, ব্যবহারকারী মান সম্পন্ন নিবন্ধ তৈরি করেন, তিনি ঠিকমত তথ্যসূত্র দিতে পারেন, ছোট নিবন্ধ তৈরি করেন না এবং উইকিপিডিয়ার রচাশৈলী মনে চলেন। উক্ত বিষয়গুলো ঠিক ভাবে করে ৫০টির অধিক নিবন্ধ লিখলেই সাধারণত এই অধিকার প্রদান করা হয়। আপনার নিবন্ধ রচনাশৈলী অনুসারে ও মানসম্পন্ন হলে প্রশাসকগণ এমনিতেই এই অধিকার যুক্ত করে দেবেন ভবিষ্যতে। আপনি আশাহত হবেন না। চালিয়ে যান। ধান্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১০, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Mirza Mojahid সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিতে সঠিক তথ্য যোগ করতাম।ভুল তথ্য মুছে এবং সঠিক তথ্য সংযোজন করবো। Mirza Mojahid (আলাপ) ১৩:১৬, ৬ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনি এই অধিকারটি ছাড়াও উইকিপিডিয়াতে সব কিছু করতে পারবেন। এই অধিকারটি ৫০টি মানসম্পন্ন নিবন্ধ তৈরি এবং নিয়মিত অভিজ্ঞক সম্পাদকদের দেওয়া হয় সাধরণত।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪২, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]