ইসলামিক ইউনিয়ন অব হংকং

হংকংয়ের ধর্মীয় সংগঠন

ইসলামিক ইউনিয়ন অব হংকং ( চীনা: 香港伊斯蘭聯會 ), চীনের হং কং এর একটি ইসলামী দাতব্য এবং অলাভজনক সংস্থা। ইউনিয়নের সদর দফতর আম্মার মসজিদ এবং ওসমান রামজু সাদিক ইসলামিক সেন্টারে অবস্থিত। [১]

ইসলামিক ইউনিয়ন অব হং কং
香港伊斯蘭聯會
সদরদপ্তরআম্মার মসজিদ ও ওসমান রামজু সাদিক ইসলামিক সেন্টার
অবস্থান
সদস্যপদ
৭০০
ওয়েবসাইটwww.iuhk.org

ইতিহাস সম্পাদনা

এই সংগঠনটি প্রায় ৮০ বছর আগে দক্ষিণ এশিয়া এবং উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানরা প্রতিষ্ঠা করেছিলেন, যারা চীন প্রজাতন্ত্রের সাথে বাণিজ্য করতে ব্রিটিশ হংকংয়ে অবস্থান করতেন।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৮০ সালে, ব্রিটিশ হংকং সরকারের দ্য কোম্পানিজ অধ্যাদেশের অধীনে আইনী সত্তা হিসাবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা পূরণ করতে সংস্থাটির গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল। [২]

কার্যক্রম সম্পাদনা

সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন ভাষায় যেমন ইংরেজী, ইন্দোনেশিয়, চাইনিজ এবং ফিলিপিনো তে বিভিন্ন ধরনের ক্লাস, যেমন সেলাই, দাওয়াহ, সূচিকর্ম, হস্তশিল্প, কম্পিউটার, ইংরেজী ভাষা, মার্শাল আর্ট, কুরআন, আযান ইত্যাদি নিয়ে থাকে। [৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Contact Us"। Iuhk.org। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪ 
  2. "History of Muslim in Hong Kong"। Islam.org.hk। ৫ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪ 
  3. "Archived copy"। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪ 

 

বহিঃসংযোগ সম্পাদনা