ইসমাইল হোসেন

বাংলাদেশের সচিব

ইসমাইল হোসেন এনডিসি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]

ইসমাইল হোসেন এনডিসি
সচিব
খাদ্য মন্ত্রণালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ জুন ২০২২
পূর্বসূরীমোছাম্মৎ নাজমানারা খানুম
ব্যক্তিগত বিবরণ
জন্মঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

প্রাথমিক জীবন সম্পাদনা

ইসমাইল ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ থেকে নিরাপত্তা ও উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ লাভের পাশাপাশি তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেছেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

ইসমাইল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুগ্ম সচিব পদে স্বাস্থ্য সেবা বিভাগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন। তার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সচিবের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি স্বাস্থ্য সেবা বিভাগে ও ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন। এছাড়া তিনি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৩]

তিনি ২০০২ খ্রিষ্টাব্দে সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৪] বর্তমানে তিনি খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নয় মন্ত্রণালয়ে নতুন সচিব"যুগান্তর। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  2. "নতুন খাদ্য সচিবের দায়িত্ব নিলেন ইসমাইল হোসেন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৮ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  3. "ইসমাইল হোসেন, এনডিসি-এর জীবন বৃত্তান্ত"খাদ্য মন্ত্রণালয়। ৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  4. "পদোন্নতি পেয়ে সচিব হলেন ৪ কর্মকর্তা"ঢাকা পোস্ট। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  5. "খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন ইসমাইল হোসেন"ঢাকাটাইমস। ৮ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২