ইল পোস্তিনো
ইল পোস্তিনো (ইতালীয়: Il postino, প্রতিবর্ণীকৃত: lit, অনুবাদ ''ডাক-হরকরা'') ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ইতালীয় হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন ইংরেজ চলচ্চিত্র নির্মাতা মাইকেল র্যাডফোর্ড এবং তার সাথে সহ-লেখক হিসেবে কাজ করেছেন ও চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মাসসিমো ত্রোইসি। আন্তোনিও স্কারমেতার ১৯৮৫ সালের উপন্যাস আদ্রিয়েন্তে পাসেনসিয়া অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য নেওয়া হয়েছে স্কারমেতার রচিত ও পরিচালিত ১৯৮৩ সালের চলচ্চিত্র থেকে। কল্পনা-আশ্রিত এই গল্পে দেখা যায় চিলীয় কবি পাবলো নেরুদা কবিতা প্রেমী একজন সাধারণ ডাক-হরকরার (ত্রোইসি) সাথে বন্ধুত্ব করেছেন। এতে অনান্য প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিলিপ নোয়ারে (নেরুদা) ও মারিয়া গ্রাজিয়া কুচিনোত্তা।
ইল পোস্তিনো | |
---|---|
পরিচালক | মাইকেল র্যাডফোর্ড |
প্রযোজক | মারিও চেচকি গোরি ভিত্তোরিও চেচকি গোরি গেতানো দানিয়েলে |
চিত্রনাট্যকার | আন্না পাভিইয়ানো মাইকেল র্যাডফোর্ড ফুরিও স্কারপেল্লি জাকোমো স্কারপেল্লি মাসসিমো ত্রোইসি |
কাহিনিকার | ফুরিও স্কারপেল্লি জাকোমো স্কারপেল্লি |
উৎস | আন্তোনিও স্কারমেতা কর্তৃক আদ্রিয়েন্তে পাসেনসিয়া |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | লুইস এনরিকেস বাকালোভ |
চিত্রগ্রাহক | ফ্রাঙ্কো দি জাকোমো |
সম্পাদক | রোবের্তো পেরপিইয়ানি |
প্রযোজনা কোম্পানি | চেচকি গোরি গ্রুপ পেন্টা ফিল্ম এস্তের্নো মেডিটেরানিও ফিল্ম ব্লু ডালিয়া প্রোডাকশন্স কেটু টু ক্যানেল+ গ্রুপ |
পরিবেশক | চেচকি গোরি দিস্ত্রিবুজোনে (ইতালি) মিরাম্যাক্স ফিল্মস (মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ; যুক্তরাষ্ট্রের বাইরে বুয়েনা ভিস্তা ইন্টারন্যাশনাল) |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৮ মিনিট |
দেশ | ইতালি ফ্রান্স বেলজিয়াম |
ভাষা | ইতালীয় স্পেনীয় |
নির্মাণব্যয় | $৩ মিলিয়ন |
আয় | $২১,৮৪৮,৯৩২[১] |
লেখক ও অভিনেতা ত্রোইসি চলচ্চিত্রটি নির্মাণকালে গুরুতর অসুস্থ ছিলেন; তা স্বত্ত্বেও তিনি হার্ট সার্জারি পিছিয়ে দিয়ে এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেন। মূল চিত্রগ্রহণ শেষ করার একদিন পর তিনি মারাত্মক হার্ট অ্যাটাকে মারা যান এবং তার মৃত্যুর পর চলচ্চিত্রের কাজ সম্পন্ন করে মুক্তি দেওয়া হয়।[২] চলচ্চিত্রটি সমাদৃত হয়,[৩] এবং ইংরেজি নয় এমন ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, ও শ্রেষ্ঠ চলচ্চিত্রের সঙ্গীত বিভাগে বাফটা পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার লাভ করে। সুরকার লুইস বাকালোভ শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ অভিনেতা, ও পূর্বে নির্মিত বা প্রকাশিত উৎস অবলম্বনে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- মাসসিমো ত্রোইসি - মারিও রোপ্পোলো
- ফিলিপ নোয়ারে - পাবলো নেরুদা
- মারিয়া গ্রাজিয়া কুচিনোত্তা - বিয়াত্রিচ রুসো
- রেনাতো স্কারপা - টেলিগ্রাফার
- লিন্দা মোরেত্তি - দোন্না রোসা
- মারিয়ানো রিগিল্লো - দি কোসিমো
- আন্না বোনাইতো - মাতিলদে উরুতিয়া
- সিমোনা কাপাররিনি - এলসা মোরান্তে
- মাইকেল ডায়ানা - পাবলিতো
নোয়ারের ইতালীয় ভাষার সংলাপ প্রদান করে অভিনেতা ব্রুনো আলেসসান্দ্রো।
সঙ্গীত
সম্পাদনা১৯৯৪ সালে চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে মিরাম্যাক্স তাদের দ্য মিরাম্যাক্স মোশন পিকচার থেকে দ্য পোস্টম্যান (ইল পোস্তিনো) প্রকাশ করে। এই অ্যালবামে মোট ৩১টি ট্র্যাক ছিল। এতে লুইস এনরিকেস বাকালোভের সুরারোপিত চলচ্চিত্রের সঙ্গীত ছাড়াও বেশ কয়জন তারকা কর্তৃক নেরুদার কবিতা আবৃতি অন্তর্ভুক্ত ছিল।
২০০২ সালে ক্যাম অরিজিনাল সাউন্ডট্র্যাক ডলবি সারাউন্ডে সুরায়োইত ১৭টি ট্র্যাক সংস্করণ ক্যাম ৫০৯৫৩৬-২ প্রকাশ করে।
মূল্যায়ন
সম্পাদনাচলচ্চিত্রটি বিপুল সমাদৃত হয়। রটেন টম্যাটোস-এ ৩৩টি পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির রেটিং স্কোর ৯৪%। ওয়েবসাইটিতে বলা হয়েছে, "ইল পোস্তিনো ১৯৫০-এর দশকের ইতালির সম্পর্কগুলো অনুভূতিপ্রবণ চিত্রায়ন ও সুন্দর অভিনয়ের মধ্য দিয়ে ভালোবাসা ও বন্ধুত্বের বিষয়বস্তু মর্মস্পর্শীভাবে উপস্থাপন করে।"[৪] মেটাক্রিটিক-এ ১৩ জন সমালোচকের পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির রেটিং স্কোর ৮১, যা "সার্বজনীনভাবে সমাদৃত" হিসেবে বিবেচিত।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Il Postino (1995) - Box Office Mojo"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ লরিনো, মারিয়া (১১ জুন ১৯৯৫)। "FILM; A Postman, a Poet, an Actor's Farewell"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Il Postino: The Postman (Il Postino) (1995)", রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২
- ↑ "The Postman"। রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Il Postino: The Postman"। মেটাক্রিটিক। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ইল পোস্তিনো (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ইল পোস্তিনো (ইংরেজি)