ইল্-দ্য-ফ্রঁস (অঞ্চল)
অঞ্চল
ইল্-দ্য-ফ্রঁস (ফরাসি: Île-de-France), আক্ষরিক অর্থে "ফ্রান্সের দ্বীপ", ফ্রান্সের একটি ঐতিহাসিক অঞ্চল এবং প্রাক্তন প্রদেশ। এটি ফ্রান্সের রাজধানী প্যারিসের চারপাশ ঘিরে অবস্থিত। মধ্যযুগে ইল-দ্য-ফ্রঁস এলাকাটি কাপে (Capet) পরিবারের জমিদারির একটি অংশ ছিল। ৯৮৭ সালে হিউ কাপে (Hugh Capet) ফ্রান্সের রাজা নির্বাচিত হলে কাপে পরিবার ফ্রান্সের রাজপরিবারে পরিণত হয়। ১৫শ শতক থেকে ১৮শ শতকের শেষভাগ পর্যন্ত ইল-দ্য-ফ্রঁস ফ্রান্সের একটি আলাদা প্রদেশ ছিল। ফরাসি বিপ্লবের পর এটিকে একাধিক প্রশাসনিক দেপার্ত্যমঁ-তে ভাগ করা হয়।
ভারত মহাসাগরের মরিশাস দ্বীপটিকেও অতীতে ইল-দ্য-ফ্রঁস নামে ডাকা হত।
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে ইল্-দ্য-ফ্রঁস (অঞ্চল) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
উইকিভ্রমণে Île-de-France সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |
- কার্লি-এ ইল্-দ্য-ফ্রঁস (অঞ্চল) (ইংরেজি)
স্থানাঙ্ক: ৪৮°৩০′ উত্তর ২°৩০′ পূর্ব / ৪৮.৫০০° উত্তর ২.৫০০° পূর্ব