ইলোল রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] রাজ্যটির রাজনিবাস ছিলো ইলোল গ্রাম, এটি বর্তমানে গুজরাত রাজ্যের মেহসানা জেলায় অবস্থিত৷ রাজ্যটি ছিল একটি চতুর্থ শ্রেণীর দেশীয় রাজ্য।

ইলোল রাজ্য
ઇલોલ
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় একাদশ শতাব্দী–১৯৪৩

ডানদিকে অবস্থিত চিত্রাংশে নীল রঙে দর্শিত ইলোল রাজ্য
আয়তন 
• ১৯৩১
৪৯ বর্গকিলোমিটার (১৯ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯৩১
৪,৬৬২
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় একাদশ শতাব্দী
• বরোদা রাজ্যে সংযুক্তি
১৯৪৩
উত্তরসূরী
বরোদা রাজ্য

ইতিহাস সম্পাদনা

১৫ টি গ্রাম সংবলিত ইলোল রাজ্য ১৯ বর্গমাইল বা ৪৯ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯৩১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির মোট জনসংখ্যা ছিল ৪,৬৬২ জন। রাজ্যটি হিন্দু ঝালা রাজবংশীয় মাকবানা কোলীদের দ্বারা শাসিত হতো।[২][৩][৪][৫]

১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে রাজ্যটির জনসংখ্যা ছিল ৩,৮০৬ জন। রাজ্যটির তিন-চতুর্থাংশ জমি ফসলি জমি ছিল। ওই বছর মোট রাজস্বের পরিমাণ ছিল ২০,৯৮২ ভারতীয় মুদ্রা যার ১,৮৬৩ ভারতীয় মুদ্রা বরোদা রাজ্যের গায়কোয়াড়দের, ৪২৮ ভারতীয় মুদ্রা ইদার রাজ্যের শাসকদের এবং ১৭ ভারতীয় মুদ্রা আহ্মেদনগর রাজ্যের শাসকদের কর হিসেবে দেওয়া হত।[৬]

১৯৪৩ খ্রিস্টাব্দের ১০ই জুলাই বরোদা রাজ্যতে সংযুক্ত হওয়ার জন্য সংযুক্তকরণের বিষয় হিসাবে এটি ঘোষিত দেশীয় রাজ্য হয়ে ওঠে৷ বৃহত্তর এজেন্সি গঠনের লক্ষ্যে পূর্ববর্তী ও পরবর্তী বহু দেশীয় রাজ্যের মতো এটিও বরোদা এজেন্সিতে স্থানান্তরিত হয়৷[৭] রাজ্যটির শেষ শাসক ঠাকুর শিবসিং মাকোয়ানা বরোদা রাজ্যে সংযুক্তি থেকে ভারতের স্বাধীনতালাভ অবধি নামমাত্র এই রাজ্যটি শাসন করতেন৷ ১ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে বরোদা একীভূতকরণের দলিল স্বাক্ষরিত করে ভারতীয় অধিরাজ্যে যোগদান করলে এই রাজ্যটিও ভারতের বোম্বে রাজ্যের অংশীভূত হয়৷[তথ্যসূত্র প্রয়োজন]

শাসকবর্গ সম্পাদনা

ইলোল দেশীয় রাজ্যের শাসকগণ ঠাকুর উপাধিতে ভূষিত হতেন।[৮]

  • বাঘসিংজী
  • সবলসিংজী বাঘসিংজী
  • প্রতাপসিংজী সবলসিংজী
  • জীবসিংজী প্রতাপসিংজী
  • অমরসিংজী জীবসিংজী
  • কুবেরসিংজী অমরসিংজী
  • তখতসিংজী কুবেরসিংজী
  • দৌলতসিংজী তখতসিংজী
  • নাহরসিংজী দৌলতসিংজী
  • দীপসিংজী নাহরসিংজী
  • ১৬ এপ্রিল ১৮৬৬ - ১৮৯৮ : ভক্তসিংজী
    • ১৮৬৬ - ১৮৮২ -রাজ প্রতিনিধিত্ব
  • ১৮৯৮ : হরিসিংজী ভক্তসিংজী
  • ১৮৯৮ - ১৮৯৯ : দানসিংজী ভক্তসিংজী
  • ১৮৯৯ : মোতিসিংজী দানসিংজী
  • ১৮৯৯ - ১৯০২ : মানসিংজী মোতিসিংজী
  • ২৯ অক্টোবর ১৯০২ - ১৯২৭ : বাজেসিংজী মানসিংজী (দত্তক পুত্র)
    • ১৯০২ - ১৯১৬ -রাজ প্রতিনিধিত্ব
  • ১৮ অক্টোবর ১৯২৭ - ১৩ মার্চ ১৯৬৫ : শিবসিংজী বাজেসিংজী
    • ১৯২৭ - ১৯৩৫ -রাজ প্রতিনিধিত্ব

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India, v. 20, p. 127.
  2. Gazetteer of the Bombay Presidency: Cutch, Pálanpur, and Mahi Kántha (ইংরেজি ভাষায়)। Government Central Press। ১৮৮০। 
  3. Ghosha, Lokanātha (১৮৭৯)। The Modern History of the Indian Chiefs, Rajas, Zamindars, & C: The native states (ইংরেজি ভাষায়)। J.N. Ghose। 
  4. Aberigh-Mackay, George (১৮৭৮)। The Native Chiefs and Their States in 1877: A Manual of Reference (ইংরেজি ভাষায়)। Times of India Steam Press। 
  5. Lethbridge, Sir Roper (২০০৫)। The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated of the Indian Empire (ইংরেজি ভাষায়)। Aakar Books। আইএসবিএন 9788187879541 
  6. Hunter, Sir William Wilson (১৮৮৫)। The Imperial Gazetteer of India (ইংরেজি ভাষায়)। Trübner & Company। 
  7. McLeod, John; Sovereignty, power, control: politics in the States of Western India, 1916–1947; Leiden u.a. 1999; আইএসবিএন ৯০-০৪-১১৩৪৩-৬; p. 160
  8. http://www.indianrajputs.com/view/ilol