ইয়োইচি মিতা

জাপানি অনুবাদক

ইয়োইচি মিতা( ১৯ ডিসেম্বর ১৮৯২ – ২৯ মে ১৯৮৩) একজন জাপানি মুসলমান ছিলেন, যাকে জাপানি ভাষায় পবিত্র কুরআনের প্রথম অনুবাদক হিসেবে ধরা হয়।[১]

ইয়োইচি মিতা
জন্ম১৯ ডিসেম্বর, ১৮৯২
মৃত্যু২৯ মে, ১৯৮৩
শিক্ষাইয়ামাগুচি কমার্শিয়াল কলেজ

জন্ম সম্পাদনা

ইয়োইচি মিতা ১৮৯২ সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখে জাপানের ইয়ামাগুচিতে জন্মগ্রহণ করেন।

মৃত্যু সম্পাদনা

১৯৮৩ সালের ৩০ মে তিনি পরলোকগমন করেন।

প্রকাশিত বই সম্পাদনা

  • ইসুরামু রিকাই নো তামে নি (বাংলা:ইসলামকে বোঝার জন্য)
  • সাহাবা মনোগাতারি (বাংলা:সাহাবাদের গল্প)
  • ইসুরামু ইয়োমোন (বাংলা:ইসলাম পরিচিতি)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mita Ryōichi"Kotobanku (Japanese ভাষায়)। Asahi Shinbun। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬