ইয়াহারি ওরে নো সেইশুন লাভ কমেডি ওয়া মাচিগাত্তেইরু

জাপানি টেলিভিশন সিরিজ

ইয়াহারি ওরে নো সেইশুন লাভ কমেডি ওয়া মাচিগাত্তেইরু হলো ২০১৩ সালে মুক্তি পাওয়া একটি মজার জাপানিজ অ্যানিমে, যা ওয়াতারু ওয়াতারির লিখিত উপন্যাস 'ইয়াহারি ওরে নো সেইশুন রাবুকোমে ওয়া মাচিগাত্তেইরু'-কে কেন্দ্র করে বানানো হয়েছে।[১] সোনোবু উচ্চ বিদ্যালয়ে এমন অনেক প্রকারের কিশোর-কিশোরী শিক্ষার্থীরা রয়েছে যারা সেই বিদ্যালয় এবং আরও সবার সঙ্গে মানিয়ে নিতে পছন্দ করে। কিন্তু  সর্বদা একা থাকা হাচিমান হিকিগায়াকে জোর করে আরেকজন সর্বদা একা থাকা মেয়ে, ইউকিনো ইউকিনোসিতা এবং হিকিগায়ারই এক সহপাঠি ইউ ইউগাহামার সাথে বিদ্যালয়ে একটি পরিসেবা সংঘ গঠন করতে হয়। অতীতে একটি গাড়ি দূর্ঘটনার সাথে জড়িত হওয়ার ফলে, এই তিনজন একে অপরের বিভিন্ন কৈশোর সংক্রান্ত দায়িত্ব এবং প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

ইয়াহারি ওরে নো সেইশুন লাভ কমেডি ওয়া মাচিগাত্তেইরু
মৌসুম ১
অফিসিয়াল প্রচ্ছদ আর্ট (চিত্রন)
মূল উৎপত্তির দেশজাপান
পর্ব সংখ্যা১৩ + OVA
মুক্তি
মূল চ্যানেলটিবিএস
মূল মুক্তির তারিখ৫ এপ্রিল ২০১৩ (2013-04-05) –
২৮ জুন ২০১৩ (2013-06-28)
মৌসুমের কালক্রম

এই অ্যানিমের প্রথম খন্ডটি প্রযোজিত হয়েছে ব্রেন'স বেস এবং পরিচালনা করেছেন আই ইয়োশিমুরা। সিরিজটির রচনায় রয়েছেন শোতারো সুগা, চরিত্র পরিকল্পনায় ইউ শিনদো, শিল্প পরিচালক শিগেমি ইকেদা, সঙ্গীত করেছেন মোনাকা, এবং সঙ্গীত পরিচালনায় আছেন সাতোশি মোতোয়ামা।[২]

এই সিরিজ বা খন্ডটি ৫ই এপ্রিল ২০১৩ সালে প্রথমবার সম্প্রচারিত হয় টিবিএস এবং পরবর্তিকালে এমবিএস,সিবিএস আর বিএস-টিবিএস -এ।[৩]

ক্রাঞ্চিরোল অ্যানিমেটি অনলাইনের মাধ্যমে উত্তর আমেরিকা এবং বিশেষ কিছু নির্বাচিত দেশে সম্প্রচার করে।[৪][৫] অ্যানিমে নেটওয়ার্ক এবং অ্যানিমে অন ডিমান্ড -ও সাথাসাথি অ্যানিমেটিকে স্ট্রিমিং করতে থাকে।[৬] এনবিসি ইউনিভার্সাল এন্টারটেইনমেন্ট জাপান ২৫ই ডিসেম্বর ২০১৩ সালে অ্যানিমেটি ব্লু-রে এবং ডি.ভি.ডি আকারে মুক্তি দেয় জাপানে।

সেন্টাই ফিল্মওয়ার্কস অনুমতিপত্র পেয়ে অ্যানিমেটির ডিজিটাল বিজ্ঞাপন বিতরন এবং উত্তর আমেরিকায় হোম মিডিয়া হিসেবে মুক্তি করে।[৭] পরে ম্যাডম্যান এন্টারটেইনমেন্ট এটিকে অস্ট্রেলিয়ায় ছাড়ার অনুমতি পায়। [৮]

এই খণ্ডে ৫টি থিম সঙ্গীত রয়েছে: একটি ওপেনিং থিম, তিনটি ক্লোজিং থিম এবং একটি ইনসার্ট সঙ্গীত। ওপেনিং থিমটির নাম হলো "ইউকিতোকি" (ユキトキ) যেটি গেয়েছেন নাগি ইয়ানাগি[৯] আর মূল এন্ডিং থিমটা হলো সাওরি হায়ামি এবং নাও তোমোয়ার গাওয়া "হ্যালো অ্যলন"। নাও তোমোয়ার "হ্যালো অ্যলন - ইউ গীত -" গানটি অ্যানিমের পঞ্চম পর্বের শেষে ব্যবহার করা হয়েছে। বাড়তি পর্বটির শেষের গানটি হলো সাওরি হায়ামি এবং নাও তোমোয়ার গাওয়া "হ্যালো অ্যলন - ব্যান্ড অ্যারেঞ্জ -"। ইউকিনো ইউকিনোসিতা (সাওরি হায়ামি) আর ইউ ইউগাহামার (নাও তোমোয়া) দ্বারা একসাথে সম্পাদিত "বিটার বিটার সুইট" গানটি দ্বাদশতম পর্বে ইনসার্ট সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়।।

পর্ব তালিকা সম্পাদনা

নং. শিরোনাম[ক]
জাপানীজ শিরোনাম
মুক্তিকাল [খ] তথ্যসূত্র
"যৌবনের রোম্যান্টিক কমেডি হলো একটা ভুল, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম"
"কোশিতে কারেরা নো মাচিগাত্তা সেইশুন গা হাজিমারু" (こうして彼らのまちがった青春が始まる。)
৫ এপ্রিল ২০১৩ (2013-04-05)[১১]
বাস্তববাদী একাকী হাচিমান হিকিগায়া সমকালীন কিশোর কিশোরীদের রোজকার জীবনের ওপর নিজের ধারণা নিয়ে এক প্রবন্ধ লেখে যেটা তার ভাষা শিক্ষক, শিজুকা হিরাতসুকা মোটেও পছন্দ করেননা। তাই শাস্তি হিসেবে তিনি জোর করে হাচিমানকে স্কুলের পরিসেবা সংঘে যোগদান করান এবং সেই সংঘেরই একমাত্র সদস্য ইউকিনো ইউকিনোসিতাকে অনুরোধ করেন তার ভেঙে যাওয়া সামাজিক আগ্রহ ফিরিয়ে আনতে। এরপর সঙ্গে সঙ্গে তাদের দুজনের মধ্যে যুক্তি বিতর্ক শুরু হওয়া দেখে শিজুকা তাদেরকে প্রস্তাব দেয় অন্যান্য ছাত্র ছাত্রীদের সাহায্যের মাধ্যমে নিজেদের আদর্শতার প্রতিযোগিতা করতে। পরেরদিন হাচিমান জানতে পারে ইউকিনো নিজের সৌন্দর্য্যের জন্যে বিদ্বেষপূর্ণভাবে নিজেকে সবার থেকে সরিয়ে রেখেছে আর তার বিভিন্নরকমের চিন্তাধারার সম্বন্ধে হাচিমানের মোটামুটি একটা ধারণা আসে। পরে, ইউ ইউগাহামা পরিসেবা সংঘকে অনুরোধ করে তার এক বন্ধুর জন্যে কুকিজ বানাতে তাকে সাহায্য করতে কিন্তু ইউকিনো তাকে কুকিজ তৈরি করে শেখাতে অসফল হয়ে পড়ে। এবার হাচিমান বিকল্পপন্থা ব্যবহার করে ইউকে বোঝায় যে অন্যকারোর জন্যে নিজে থেকে চেষ্টা করে কিছু করাটাই হচ্ছে সবথেকে গুরুত্তপূর্ণ বিষয়, শুধুমাত্র খাবার বানিয়ে খাওয়ানোটা নয়। পরের সপ্তাহে, ইউকিনো আর হাচিমন আলোচনা করতে থাকে ইউ-এর অনুরোধের ব্যাপারে যে অন্তিম লক্ষ্য হিসেবে শুধু ব্যক্তিগত উন্নতিকেই দেখা উচিত না ব্যর্থতার ঝুঁকি নিয়েও উন্নতিসাধনের প্রচেষ্টাকে মান্যতা দেওয়া উচিত। কিন্তু কিছুপরে, ইউ তাদের কাছে এসে দুজনকেই নিজের তৈরি কুকিজের সাথে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্যে।
"আমি জানি প্রত্যেকেই সমানভাবে চিন্তিত"
"কিত্ত, দারেশিমো হিতশি নামি নি নায়ামি ও কাকৈতেইরু" (きっと、誰しも等し並みに悩みを抱えている。)
১২ এপ্রিল ২০১৩ (2013-04-12)[১১]
শিজুকা আবারও হাচিমানকে তিরস্কার করে তার সামাজিক শ্রেণীক্রমের উপর লেখা অতৃপ্তিকর বায়োলজি রিপোর্ট নিয়ে যা তাদের ক্লাসের সোশ্যাল গ্রুপেদের দ্বারা পরিকল্পিত ছিলো। সেই দিনই ইউমিকো মিউরি, ইউকে চাপ দিতে থাকে কারণ ইউ চেয়েছিল তাদের সোশ্যাল গ্রুপ থেকে আলাদা হয়ে ইউকিনোর সাথে লাঞ্চ করবে। সেখানে তখনই ইউকিনো চলে আসে এবং জানতে চায় ইউ -এর অস্থিরতার কারণ কি, কিন্তু কিছুপরেই সে তার কথা ভুলে যায়। তবে ইউমিকো তখন প্ররোচনা করতে শুরু করে যখন ইউ, ইউকিনোর প্রতি মনোনিবেশ করে। তা দেখে ইউকিনোও সোজাসুজি তার আত্মকেন্দ্রিকতা নিয়ে প্রশ্ন তোলে। ঘটনাস্থলে সোরগাল বেধে গেলে অন্যান্য ছাত্র ছাত্রীরাও সেখানে এসে পড়ে। ইউ সেই সুযোগ নিয়ে ব্যাখ্যা করে কীভাবে হাচিমান আর ইউকিনো তাকে বোঝায় অন্যের কথার ওপর নিজেকে জোর না করে নিজের ওপর সর্বদা নির্ভর থাকা উচিত। এটা শুনে ইউমিকো ক্ষান্ত হয় কারণ সে এবিষয়ে একমত ছিলো। সেদিন দুপুরে ইয়োশিতেরু জাইমোকুজা নামের এক বিভ্রান্তিকর মানসিকতাগ্রস্ত কিশোর পরিসেবা সংঘে আসে। তার অসচ্ছল ব্যক্তিত্বকে কোনো রকমভাবে ঠেকা দেওয়ার পর দুজনে জানতে পারে তার কি সমস্যা। সে চায় তারা দুজনে যেন তার লেখা উপন্যাস পড়ে আর পড়ে যেন বলে সেই উপন্যাসটা কেমন হয়েছে। হাচিমান আর ইউকিনো সারারাত ধরে তার লেখা উপন্যাসটা পড়ে পরদিন ইয়োশিতেরুকে তারা ডেকে তার লেখার প্রতি তাদের তীব্র সমালোচনামূলক মত প্রকাশ করে। তাদের পাশবিক কিন্তু সৎ মতামত শুনে ইয়োশিতেরু হতাশ না হয়ে আন্তরিকভাবে তাদের কথা মেনে নেয় আর প্রতিশ্রুতি দেয় যে তার পরবর্তী লেখাও সে তাদের থেকেই যাচাই করিয়ে নেবে।
"মাঝেমাঝে রোম-কোমের ভগবান তোমাকে দেখেও হাসে"
"তামানি রাবু কোমে নো কামি-সামা ওয়া আই কতো ও সুরু" (たまにラブコメの神様はいいことをする。)
১৯ এপ্রিল ২০১৩ (2013-04-19)[১১]
হাচিমান যখন তার পছন্দসই জায়গায় বসে বসে লাঞ্চ করছিল, ঠিক তখনই সেখানে ইউ এসে পড়ে এবং তাকে ইউকিনো আর তার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠতে থাকা বন্ধুত্বের ব্যাপারে উত্তেজিতভাবে বলতে থাকে। এরপর জিম ক্লাস চলাকালীন সায়কা তোতসুকা হাচিমানকে তার টেনিস ক্লাবে যোগদান করার জন্যে অনুরোধ করে। হাচিমান পরবর্তী পরিসেবা সংঘের মিটিং-এ ইউকিনোকে জিজ্ঞাসা করে এই প্রস্তাবের উপর তার মত নিয়ে। কিন্তু ঠিক তখনই সায়কা সেখানে চলে আসে আর তাদেরকে টেনিস প্র্যাকটিসে তাকে সাহায্য করার অনুরোধ জানায়। যখন তারা এক লাঞ্চ ব্রেকে টেনিস প্র্যাকটিসে ব্যস্ত ছিল, ইউমিকো আর তার গ্রুপ সেখানে চলে এসে টেনিস কোর্টটি তাদেরকে ব্যবহার করতে দেওয়ার দাবি জানায়। ইউমিকো পরোয়া করে না যে সায়কার কোর্টটি ব্যবহার করার পুরোপুরি অনুমতি আছে। তবে হায়াতো হায়ামা সেখানে প্রস্তাব দেয় যে দুই প্রতিপক্ষের মধ্যে ডাবলস ম্যাচ খেলে ঠিক করা হোক কে এই কোর্টটির অধিকারী হবে। এরপর ম্যাচটি শুরু হয় হাচিমান আর ইউ এবং অপরপক্ষে হায়াতো আর ইউমিকোকে নিয়ে, যতক্ষণ না ইউ ভুলবশত তার গোড়ালি মুচকে ফেলে। ইউমিকোর সাথে কিছুক্ষণ পরিহাস করার পর, ইউকিনো ম্যাচ খেলতে নেমে পড়ে তার স্ট্যামিনা না শেষ হওয়া পর্যন্ত আর ম্যাচের জন্যে হাচিমানের উপর সে বিশ্বাস রাখে। হাচিমান এবার সমুদ্রবায়ুর দিক আর তার জানা আমেরিকান রিভার্স সার্ভের সাথে শেষ দুইবার সার্ভ করে অপরপক্ষের বিরুদ্ধে গোটা ম্যাচটাই তাদের হাতে টেনে আনে। কিন্তু দর্শকগনেরা তাদের জেতার কথা ভুলেই যায় যখন হায়াতো ইউমিকোকে শেষ সার্ভ চলাকালীন চোট পাওয়ার হাত থেকে বাঁচায়।
"মূলত, তার কয়েকটা বন্ধু রয়েছে"
"সুমারি, কারে ওয়া তোমদাচি গা সুকুনাই" (つまり、彼は友達が少ない。)
২৬ এপ্রিল ২০১৩ (2013-04-26)[১১]
হাচিমান আর তার বোন কোমাচি হিকিগায়া, স্কুল যাওয়ার সময়, হাচিমানের হাই স্কুলের প্রথমদিনকে তার সাথে যে গাড়ি দুর্ঘটনা হয়েছিল, সে সম্বন্ধে কথা বলতে বলতে যায়। এদিকে শিজুকা হাচিমানকে কঠোরভাবে তিরস্কার করে তার ভবিষ্যৎ চিন্তাভাবনার কথা শুনে আর আসন্ন ফিল্ড-ট্রিপের জন্যে ৩ জনের একটা গ্রুপ তৈরি করার কথা তাকে মনে করিয়ে দেয়। পরে পরিসেবা সংঘ একটা রহস্যময় ফরোয়ার্ডেড মেসেজ পায়। সেই মেসেজে হায়াতোর তৈরি একটা দলের সদস্যরা (কাকেরু, ইয়ামোতো আর ওকা) যারা অন্যদের সেই দলে চায় না, তাদের অপকর্মকারী বলা হয়েছে। হায়াতো সেটা দেখে পরিসেবা সংঘকে অনুরোধ করে এই মেসেজ কাণ্ডের সমাপ্তি ঘটাতে। পরিসেবা সংঘ এবার পুরো ঘটনাটা ফিল্ড-ট্রিপের সাথে যুক্ত করে এবং সেখান থেকে এই মতামতে আসে যে কেউ একজন চায় সেই তিনজনের মধ্যে একজনকে দল থেকে সরাতে যাতে সে হায়াতোর সাথে ফিল্ড-ট্রিপে যেতে পারে, যেহেতু ফিল্ড-ট্রিপে সর্বাপেক্ষা তিনজনেরই দল বানানো যায়। হাচিমান আর ইউ এ ব্যাপারে আরো তথ্য জোগাড় করতে নামে কিন্তু ইউ বেশিদূর তার অনুসন্ধান চালাতে পারে না কারন সে খুব সহজেই সবার চোখে পড়ে যায়। এরপর হাচিমান নিজে থেকেই নজর দিতে থাকে হায়াতোর দলের ওপর যতক্ষণ না সায়কা তাকে হঠাৎ বাধা দেয়। তবে সে এই রহস্যের সমাধান করে ফেলে, যখন তাদের কথাবার্তায় হায়াতো চলে আসে। হাচিমান পরে কাকেরু, ইয়ামাতো আর ওকার মধ্যে গড়ে ওঠা সংসক্তিপ্রবন সম্পর্ক ব্যাখ্যা করে আর হায়াতোকে তাদের দল থেকে আলাদা করে যাতে তারা তিনজন নিজেদের সাথে আরো বেশি সময় কাটাতে পারে।
"পুনরায়, সে সেখানেই ফিরে আসে, যেখান থেকে সে শুরু করেছিল"
"মাতা শিতে মো, কারে ওয়া মতো কিতা মিছি ই হিকিকায়েসু" (またしても、彼は元来た道へ引き返す。)
৩ মে ২০১৩ (2013-05-03)[১১]
শিজুকা হাচিমানকে আবারও বকেন তার আফটার-স্কুল ক্লাসে দেরি করে আসার জন্যে। সেখান থেকে বেরিয়ে হাচিমান একটা লোকাল কাফেতে এসে পড়ে যেখানে ইউ, ইউকিনো আর সায়কাও বসেছিলো। কিছুপরে কোমাচি তার এক বন্ধু তাইশি কাওয়াসাকিকে নিয়ে সেখানে প্রবেশ করে। তাইশি তার দিদি সাকি কাওয়াসাকি-র নিশুতি রাতে বাড়ি থেকে বেরোনোর দুর্ভাবনা প্রকাশ করায় পরিসেবা সংঘ এ ব্যাপারের সমাধান করতে লেগে পড়ে। পরদিন, সংঘের সবাই বহুরকম ভাবে সাকির সাথে কথা বলার চেষ্টা করলেও কিছুই সফল হয়ে ওঠে না। তবে কোমাচির সাহায্য নিয়ে তারা জানতে পারে যে রাত্রে সাকি একটা কাফেতে কাজ করে এবং অবশেষে সাকিকে অনুসরন করতে করতে তারা চিবার একটা হাই ক্লাস হোটেলের একদম উপরিতলে অবস্থিত একটা বার-এ চলে আসে। সেখানে তারা জানতে পারে সাকি তার বয়সের সম্বন্ধে মিথ্যা কথা বলে এ জায়গায় কাজ করার অনুমতি পেয়েছে ম্যানেজারের থেকে।ইউকিনো আর সাকির মধ্যে গড়ে ওঠা বিবাদ ধীরে ধীরে প্রসারিত হতে থাকায় পরিসেবা সংঘ সেখান থেকে প্রস্থান করে। পরদিন সকালে সাকি তাদের সাথে দেখা করে এবং জানায় যে সে বার আর কাফেতে কাজ করার মাধ্যমে কলেজের পড়াশোনার জন্য টাকা সঞ্চয় করছে। তবে কোমাচি তাকে বোঝায় তার ভাই তাইশিকে এভাবে দুশ্চিন্তায় ফেলা মোটেও উচিত হয়নি আর হাচিমান তাকে কাজ করার পরিবর্তে স্কলারশিপের প্রস্তাব দেয়।পরবর্তীকালে কোমাচি হাচিমানকে এই বলে চমকে দেয় যে সে যেই কুকুরকে বাঁচানোর জন্যে তার গাড়ি দুর্ঘটনা হয়, সেটা আসলে ইউ-এর কুকুর ছিলো। হাচিমান মনে করে ইউ তার সাথে বন্ধুত্বপরায়ন হয়ে উঠছে শুধুমাত্র অপরাধবোধের কারনে, তাই হাচিমান ফিল্ড-ট্রিপে ইউকে জানিয়ে দেয় যে তাদের এই আন্তঃব্যক্তিক সম্পর্ক যেন তারা এখানেই সমাপ্ত করে ফেলে।
"অবশেষে, দুজনের আরম্ভ এবার সমাপ্ত হলো"
"ইয়োয়াকু কারে তো কানোজো নো হাজিমারি গা ওয়ারু" (ようやく彼と彼女の始まりが終わる。)
১০ মে ২০১৩ (2013-05-10)[১১]
হাচিমানের সাথে ফিল্ড-ট্রিপে শেষ কথা হওয়ার পর ইউ পরিসেবা সংঘের মিটিং-এ আসা বন্ধ করে দেয়। সব দেখে শিজুকা পরিসেবা সংঘকে, সংঘে যোগদান করার জন্যে কোনো তৃতীয় ব্যক্তির খোঁজ করতে বলে। ইউকিনো প্রস্তাব দেয় যে ইউ-এর আসন্ন জন্মদিন পালনের মধ্যে দিয়ে তারা ইউকে আবারও সংঘে যোগদান করাবে। অতএব তারা দুজনে মিলে সপ্তাহের শেষে ইউ-এর জন্যে একটা উপহার কিনতে একটা দোকানে এসে পড়ে। দুজনে মিলে উপহার হিসেবে কিছু হাল-ফ্যাশনের জিনিসপত্র পছন্দ করলে তখনই সেখানে তাদের সাথে ইউকিনোর দিদি হারুনা ইউকিনোশিতার দেখা হয়ে যায়। হারুনা তখন তাদের দুজনকে একটু জ্বালাতন করে নিজের অসাধারণ ব্যক্তিত্বের সাথে। তারা আরও বিস্মতৃ হয়ে যায় যখন কাকতালীয়ভাবে ইউ-এরও দেখা হয়ে যায় তাদের সাথে। ইউকিনো তাকে দেখে, পরবর্তী পরিসেবা সংঘের মিটিং-এ আসার আহ্বান জানায়। পরবর্তী মিটিং-এ ইউকিনো ইউকে বোঝায় যে তারা তার জন্মদিন পালন করতে চেয়েছিল আর ইউ পরিসেবা সংঘকে যেভাবে সাহায্য করেছিল তার জন্যে ইউকিনো তাকে ধন্যবাদ জানায়। হাচিমানও এই পরিস্থতির সুযোগ নিয়ে তার আর ইউ -এর মধ্যে তৈরি ঝামেলা পরিষ্কার করার চেষ্টা করে। সে বলে যে ইউ তার কাছে কোনোভাবেই ঋণগ্রস্ত নয়, আর তাই সেকারণে তার ওপর করুণা দেখানোর কোনো প্রয়োজন নেই।কিন্তু ইউ পাল্টা জবাব দেয় যে সে কোনোদিনও তাকে করুনার চোখে দেখেনি। তবে পরিস্থিতির জটিলতা তাকে আর বেশি কথা বলতে অসমর্থ করে দেয়। এবার ইউকিনো তাদের দুজনের মধ্যে গড়ে ওঠা ফাটলকে জোড়া লাগাতে সাহায্য করে এই বলে যে তাদের পুরনো সব কথা ভুলে গিয়ে নতুনভাবে নতুন পথে এগিয়ে যাওয়া উচিত।
"যাইহোক, গরমে ছুটি না পাওয়াটা ঠিক নয়"
"তোমোয়ারে, নাতসুয়াসুমিনানোনি ইয়াসুমেনাই নো ওয়া নানিকাওকাশি" (ともあれ、夏休みなのに休めないのは何かおかしい。)
১৭ মে ২০১৩ (2013-05-17)[১১]
হাচিমান গ্রীষ্মের ছুটিতে শুধুমাত্র বিশ্রাম নেওয়ার পুরোপুরি ভাবে চেষ্টা করায় সে পরিসেবা সংঘের ক্রিয়াকলাপ বিষয়ক শিজুকার মেসেজগুলি অবহেলা করতে থাকে। তবে অবশেষে সিজুকা তাকে বাড়ি থেকে বের করে এনে পরিসেবা সংঘ আর স্কুলের অন্য কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে চিবার একটি উপসাগরীয় পার্কে কিছুদিনের জন্যে আসে একটি এলিমেন্টারি স্কুলের সামার ক্যাম্প দেখতে। ক্যাম্পে খেলতে খেলতে হাচিমান আর ইউকিনো লক্ষ্য করে ছোট্ট রুমি সুরুমির স্বেচ্ছাকৃতভাবে অন্যদের থেকে এড়িয়ে চলা। হায়াতো অনেকরকমভাবে চেষ্টা করলেও তার কোনো গতি করতে পারে না। রুমি হাচিমান আর ইউকিনোর কাছ থেকে তার মতোই একইরকম আভার মিল পেলে, তাদেরকে তার সমস্যা খুলে বলে। ইউকিনো তা শুনে বলে, মিডল স্কুলে ভর্তি হওয়ার পরেও রুমির এই সমস্যার শুধুমাত্র পুনরাবৃত্তি হয়েই যাবে একই লোকজনদের সাথে। সন্ধ্যেবেলায়, সওবু গ্রুপ রুমির সমস্যার প্রতিকার করার জন্যে আলোচনা করতে থাকে। চিন্তা আরো বেড়ে যায় যখন ইউকিনো ইউমিকোর ভাবা একটা আইডিয়া প্রত্যাখ্যান করে দেয় কারন তার ধারনায় সেই আইডিয়া কোনো কাজ করবে না। ইউকিনো এজন্যে কথাটা বলে কারন সেও রুমির মতোই একজন যে অন্য লোকেদের সাথে ভাব জমাতে পারে না, তাই তার এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেইরাত্রে ঘুমোতে না পেরে হাচিমান বাইরে বেরিয়ে জঙ্গলে ইউকিনোকে দেখতে পায়। ঘুমোতে যাওয়ার আগে ইউকিনো তাকে বলে যে সে রুমির মধ্যে ইউ-এর খানিকটা প্রতিচ্ছবি দেখে আর তাছাড়াও তার মধ্যে সে হায়াতো আর নিজের কিছুটা ইতিহাসও খুঁজে পায়। এদিকে ঘুমোতে না পেরে রুমিও আকাশভর্তি তারার নিচে এক নদীর স্রোতের পাশে এসে বসে পড়ে।
"একদিন, তারা সত্যটাকে জানবে"
"ইজুরে কারেরা কানোজোরা ওয়া শিনজিৎসু ও শিরু" (いずれ彼ら彼女らは真実を知る。)
২৪ মে ২০১৩ (2013-05-24)[১১]
সামার-ক্যাম্প চলাকালীন শিজুকা সওবু গ্রুপকে সন্ধ্যেবেলা একটা অগ্ন্যুত্সব আর ছোটদের জন্যে 'সাহসের পরীক্ষা' -র আয়োজন করতে বলেন। কিছুটা আয়োজন করার পর, মেয়েরা ক্লান্ত হয়ে নদীর পাশে এসে বসে। সেই নদীর তীরেই রুমির হাচিমানের সাথে দেখা হয় আর তাকে দেখে হাচিমান বলে, বয়স বারার সঙ্গে সঙ্গে কেমন ভাবে কারোর প্রাথমিক স্কুলের বন্ধন ধীরে ধীরে আলগা হয়ে যেতে থাকে। তবে রুমি ব্যাখ্যা করে যে সে তার পুরনো সঙ্গীদের সাথে গড়ে ওঠা অতীতের উপর ভিত্তি করে ইতিমধ্যেই বন্ধু বানানোর কথা ছেড়ে দিয়েছে। রুমির কথা শুনে হাচিমান প্রস্তাব দেয় যে তাদের সওবু গ্রুপ, রুমিদের সহপাঠীদের মধ্যে যারা রুমিকে এড়িয়ে চলে, তাদের পরস্পরের মধ্যে একপ্রকার দ্বন্দ্বের সৃষ্টি করবে। এর ফলে তাদের সবার নিজেদের প্রতি স্ব-আনুগত্য প্রকাশিত হবে যা তাদের বন্ধুত্বের ছেদ ঘটাবে তাই পরে এরা নিজেরাই রুমির ওপর থেকে তাদের খারাপ নজর সরিয়ে নেবে। নির্বিশেষে তাদের প্ল্যান কার্যকরী হয়ে যায় যখন তারা সেটা 'সাহসের পরীক্ষা' -র সময় করে। তখন রুমি তার সহপাঠীদের বাঁচাতে নাটকীয় ভাবে ঘটনাস্থলে এসে পড়ে। অগ্নুৎসবের সময় সওবু গ্রুপ লক্ষ্য করে যে হাচিমানের অদ্ভুত প্ল্যানের ফলে সত্যিই তারা পরস্পরের সঙ্গে প্রতারণা করে নিজদের বন্ধুত্বের অবসান করেছে। রুমির পরিস্থিতি এ ঘটনার পর একটু ভালো হয়। পরদিন ক্যাম্পের সমাপ্তি হয় আর হারুনা ইউকিনোকে নিতে গাড়ি করে আসে। হাচিমান সেই গাড়ি দেখে তৎখনাৎ চিনতে পেরে যায় যে এটা সেই গাড়ি, যেটার সাথে সেদিন তার দুর্ঘটনা হয়েছিল।
"এবং এখনও পুনরায়, সে যেখান থেকে শুরু করেছিল, সেখানেই ফিরে আসে"
"সানদো, কারে ওয়া মতো কিতা মিছি ই হিকিকায়সু" (三度、彼は元来た道へ引き返す。)
৩১ মে ২০১৩ (2013-05-31)[১১]
ইউ তার কুকুরের খেয়াল রাখার জন্যে হাচিমান আর কোমাচিকে বাৎসরিক গ্রীষ্মের আতশবাজি উৎসবে একসাথে যাওয়ার আমন্ত্রন জানায় । কিন্তু কোমাচি তাদের সাথে যায় না কারন সে চেয়েছিল হাচিমান আর ইউ একসাথে কিছুক্ষণ আনন্দের সময় কাটাক। উৎসবের দিন, তারা দুজনে প্রথমবার একসাথে যাওয়ায় বেশ অপটাব হয়ে কোমাচির জন্যে ক্ষতিপূরণ হিসেবে কিছু কিনবে বলে ঠিক করে।আতশবাজির খেলা শীঘ্রই শুরু হয় এবং তা দেখার জন্যে দুজনে যখন কোথাও বসার জায়গা খুঁজছিল তখন তাদের সাথে হারুনোর দেখা হয়ে যায়। হারুনো পরিস্থিতির সুযোগ নিয়ে তাদেরকে ইউকিনো আর তার মধ্যেকার জটিল সম্পর্কের কথা কিছুটা বলে আর ইউকিনোর অন্য কারোর সাথে অর্থবহ সম্পর্ক তৈরি করার অক্ষমতার বিষয়ে অনুতাপ করে। উৎসবের শেষে হারুনো ভুলবশত হাচিমানের গাড়ি দুর্ঘটনার সাথে ইউকিনোর নাম জড়িয়ে থাকার কথা বলে ফেলে। তবে হাচিমান তখন ব্যাপারটা উপেক্ষা করে দেয়। পরে হাচিমান ইউকে বাড়ি পৌঁছে দেয় আর তখন ইউ তাকে বলে যে সে চায় ইউকিনো, হাচিমান আর তার অনুভূতিগুলো কখনো চাপা না থাকুক। সে আরো অনুতাপ করে বলে যে সেদিন দুর্ঘটনাটা না হলেও হাচিমানকে সে কোনোদিন তার বন্ধু বানাতো না কিন্তু সেটা সে করতে পারেনি নিজের কিছু খুচরো কারনের জন্যে। তবে স্কুল আবার চালু হওয়ার পর থেকে হাচিমান নিজেকে ঘৃনা করতে লাগলো এই ভেবে যে সে বিশ্বাস করেছিল, যেহেতু ইউকিনো তার কাছ থেকে দুর্ঘটনায় নিজের নাম জড়ানোর বিষয়টা লুকিয়ে রাখতে চায়, তাই ইউকিনো তাকে এ ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে পারবে না।
১০"তাদের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু উৎসবটা শেষ হতে গেলো"
"ইজেনতোশিতে কারেরা নো কিয়োরি ওয়া কাওয়ারাজু নি, মাতসুরি ওয়া মোসুগু কানিবারু" (依然として彼らの距離は変わらずに、祭りはもうすぐカーニバる。)
৭ জুন ২০১৩ (2013-06-07)[১১]
শিজুকা হাচিমানকে তাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুষ প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন এবং হায়ামা মহিলা প্রতিনিধি হিসেবে মিনামি সাগামিকে মনোনীত করে। মিনামি পরে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর প্রচেষ্টায় কমিটির সভাপতি হয়ে ওঠে। মিনামি ইউকিনোকে অনুরোধ করে কমিটির উপসভাপতি হয়ে সভার দায়িত্ব সামলাতে তাকে সাহায্য করতে। তবে পরে দেখা যায় যে, সবাইকে চমকে দিয়ে ইউকিনো অনুষ্ঠানের সকল দায়িত্ব মিনামির থেকেও অতি নিপুণভাবে সামলাতে সফল হয়। ইতিমধ্যে, হিনা এবিনা থিয়েটারস্টেজের ভার নিজের কাধে নিয়ে নেয় আর হারুনা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করার আবেদন জানায়। মিনামি এবার সিদ্ধান্ত নেয় যে অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই বেশ আনন্দের সাথে তাদের শুরু করে দেওয়া উচিৎ কিন্তু ইউকিনো তাতে বাধা দিয়ে বলে প্রথমে হাতেকলমের কাজগুলো আগে শেষ করা দরকার। তবে কমিটির অর্ধেকের বেশিজন মিনামির সিদ্ধান্তকে অভয় দিয়ে বাকিদের উপর গাদা গাদা পেপারওয়ার্ক চাপিয়ে কেটে পড়ে। পরের দিন, ইউকিনো দক্ষতার সাথে বেশিরভাগ কাজ সামলে নিলেও হায়াতো তাকে সমালোচনা করে এর জন্যে। তবে হাচিমান কিন্তু মূল দোষটা কমিটির অন্য সদস্যদের উপর আঙ্গুল তুলে দেখিয়ে দেয়। কিছুপরে, স্কুলের অন্যান্য ক্লাসকে সাহায্য করতে যাওয়ার নাম করে মিনামি তার প্রায় সমস্ত কমিটি সম্পর্কিত দায়িত্বভার ইউকিনোর ওপর চাপিয়ে দেয়। প্রচুর কাজের চাপ পড়ে যাওয়ায় ইউকিনো তার বাড়িতে বসেও কাজ করতে থাকে, যার ফলে সে স্কুলে পরদিন আসতেই পারেনা।
১১"তাই প্রত্যেকটি স্টেজের পর্দা উঠে যায়, আর উৎসবটা আমাদের সবাইকে গ্রাস করতে থাকে"
"সোশিতে, সোরেজোরে নো বুতাই নো মাকু গা আগারি, মাতসুরি ওয়া সায়কো নি ফেসুতিবা তে ইরু" (そして、それぞれの舞台の幕が上がり、祭りは最高にフェスティバっている。)
১৪ জুন ২০১৩ (2013-06-14)[১১]
ইউকিনোর খোঁজ নিতে তার বাড়িতে হাচিমান আর ইউ আসে এবং উপলদ্ধি করে যে সে অনুষ্ঠানের বেশিরভাগ কাজ নিজের ওপর চাপিয়ে অবসাদ গ্রহণ করেছে। ইউ তাকে বকে আর বোঝায় যে অন্যদের ওপর তার বেশি ভরসা করা একেবারেই উচিত নয়। এদিকে হাচিমানও তাকে চাঙ্গা করার চেষ্টা করে এই বলে যে একটা আদর্শ পৃথিবীতে যে কেউ একে অপরের উপর ভরসা করতে পারে, কিন্তু পরবর্তীকালে সে যে ঠিক কাজ করেছিল ভরসা করে তা স্পষ্টভাবে বলতে পারে না। পরদিন কমিটি, অনুষ্ঠানের একটা স্লোগান নির্বাচন করতে বসে পড়ে যা সহকর্মকারিতার নির্দেশ দেবে। হাচিমান চালাকি করে এমন একটা স্লোগানের প্রস্তাব দেয় যেটা "কর্মচারীগন" কথাটার কাঞ্জি (人 হিতো) দিয়ে বানানো। এর দ্বারা সে বোঝায় যে কমিটিতে কীভাবে মিনামি অসমীচীনভাবে কাজের ভার ভাগ করে দিয়েছিল সকলের মধ্যে। এই কথা শুনে কমিটির সদস্যরা হাচিমানকে অবজ্ঞা করা শুরু করে আর পরদিন তারা হাচিমানের কথার ভ্রান্তি বর্ণনা করতে লেগে পড়ে।কিছুক্ষণ পর সওবু হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় আর অনুষ্ঠানের উদ্বোধনে স্টেজের ভয়ে মিনামি তার বক্তৃতার শক্তি হারিয়ে ফেলে। তা সত্ত্বেও অনুষ্ঠান খুব ধুমধাম করে শুরু হয়, বিশেষত হিনার মঞ্চস্থ নাটক খুব হিট হয়। হাচিমান একটু বিশ্রাম নিতে একটা ব্রেক নেয় অনুষ্ঠান থেকে। ইউও তার সাথে যোগ দেয় আর তাকে বলে যে সে ইউকিনোর জন্যে অপেক্ষা করবে বলে ঠিক করেছে, যতক্ষণ না সে তার সাথে আরো বেশি খোলাখুলিভাবে মেশে। তাছাড়া সে হাচিমানের আর তার সম্পর্কও বেশি শক্ত করে তোলার চেষ্টা করবে। এদিকে মিনামি, মানসিক বিহ্বলতায় নিজেকে কোথাও বাথরুমে বন্ধ করে দেয়।
১২"সুতরাং, সেই দুজনের যৌবন আবারও ভুল পথে চলা শুরু করে"
"কোশিতে, কারে তো কানোজো তো কানোজো নো সেইশুন ওয়া মাছিগাই সুদজুকেরু" (こうして、彼と彼女と彼女の青春はまちがい続ける。)
২১ জুন ২০১৩ (2013-06-21)[১১]
সওবু হাই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলকালীন হাচিমান কমিটির সদস্য হিসেবে পুরো অনুষ্ঠানের একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে ব্যস্ত হয়ে পড়ে। কোমাচি অনুষ্ঠানে এসে তার দাদাকে অনুষ্ঠানের দায়িত্ব সামলাতে দেখে বেশ চমকে যায়। অনুষ্ঠানের শেষে হারুনো তার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দদের বিনোদন দেয়। অনুষ্ঠান সমাপ্তির সময় শেষ বক্তৃতা দেওয়ার জন্যে মিনামির ডাক পড়লে মেগুরি ‍জানায় যে তাকে খুজেই পাওয়া যাচ্ছে না। শেষ বক্তৃতার জন্যে একান্তই মিনামির প্রয়োজন পড়ায়, তাদের দল কিছু সময় ম্যানেজ করার চেষ্টা করে যতক্ষণ না বাকিরা স্কুল ক্যাম্পাসে তাকে খুঁজে পায়। হাচিমান অবশেষে তাকে ল্যাবরেটরির ছাদের উপর খুঁজে পায় আর বুঝতে পারে যে সে এখানে মুখ গোমড়া করে বসে আছে কারন ইউকিনো তার উপর থেকে সবার দৃষ্টিপাত নিজের কাছে কেড়ে নেয়, যদিও সেই ইউকিনোকে সাহায্য করার অনুরোধ জানিয়েছিল। হায়াতো আর মিনামির দলবল সেখানে চলে এলেও তারা তাকে একটুও নড়াতে পারে না। আর কোনো উপায় না দেখে, হাচিমান দক্ষতার সাথে বিপরীধর্মী মনোবিদ্যার ব্যবহার আর মিনামির আসল সামাজিক পরিচয় উল্লেখ করে তাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে সে অনুষ্ঠানের মূলদায়িত্ব নিয়ে কিরকম অপরাধ করেছে; তবে হায়াতো তা শুনে বেশ রেগে যায়।কিছুপরে, ইউ, ইউকিনো, হারুনো আর শিজুকা সঙ্গীত পরিবেশনা এবং মিনামি তার অন্তিম বক্তৃতার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করে। হাচিমানের কাণ্ডের ফলে সবাই মিশ্র প্রতিক্রিয়া দেখায় তার উপর কিন্তু শিজুকা তাকে প্রশংসা করেন সবসময় সবাইকে সমস্যার মুখ থেকে বাঁচানোর জন্যে। তবে তিনি অনুতাপও করেন এই বলে যে তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় যখন সে অপরকে বাঁচাতে গিয়ে নিজেকে সবার সামনে ছোট করে ফেলে।সেদিন সন্ধ্যায় পরিসেবা সংঘের রুমে হাচিমান আর ইউকিনো আলোচনা করতে থাকে যে তাদের সম্পর্ক এখনও পর্যন্ত কতদূর এগিয়েছে। ইউকিনো হালকা ইঙ্গিত দেয় যে তারা এতদিনে অন্তত বন্ধু হতে পেরেছে। কিছুপরে ইউ তাদের কাছে এসে হায়াতোর অনুষ্ঠানের সফলতা উপলক্ষে আয়োজন করা পার্টিতে যাওয়ার জন্যে আমন্ত্রন জানায়। হাচিমান অবশেষে গভীরভাবে চিন্তা করে বুঝতে পারে যে জীবনে দ্বিতীয় কোনো সুযোগ না থাকায় তার আর ইউকিনোর অভিপ্রায় সর্বদা সবার কাছে অস্বাভাবিক বলেই মনে হবে।
১৩[গ]"আর তাই, তাদের উৎসব কোনোদিনও শেষ হবে না"
"দাকারা, কারেরা নো মাতসুরি ওয়া ওয়ারানাই" (だから、彼らの祭りは終わらない。)
২৮ জুন ২০১৩ (2013-06-28)[১১]
সওবু হাই স্কুল তাদের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা শুরু করে। এদিকে হাচিমান পিয়ের দে কবার্টিনের যুক্তি দিয়ে তার অনুষ্ঠানে অংশগ্রহণের প্রতি অনিচ্ছার কারন বিচার করে। কিছুপরে, মেগুরি শিরোমেগুরি পরিসেবা সংঘকে অনুরোধ করে তার স্কুলজীবনের শেষ ক্রীড়া অনুষ্ঠান পরিচালনায় তাকে সাহায্য করতে। পরিসেবা সংঘ রাজী হয় আর মেগুরি তাদেরকে বিভিন্নরকম ইভেন্টের পরিকল্পনা করতে বলে। তবে সমস্ত পরিকল্পনাই শিজুকা প্রত্যাখ্যান করে দেয় কারন সেগুলি অন্যান্যদের উপর খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কিন্তু হাচিমান ইয়োশিতেরুর সৃজনশীল পরিকল্পনাকে সায় দেয়। তাই হিনা সমেত আর সকলে সেই পরিকল্পনা মতো প্রস্তুতি করা শুরু করে দেয়।ক্রীড়া অনুষ্ঠান শুরু হয় আর সাদা টিম, লাল টিমকে ছাড়িয়ে আগে চলে যায়। তবে পাশা তখন পাল্টে যায় যখন ইউকিনো আর তার লাল টিমের মেয়েরা 'ব্যাটল অফ কোনোদাই' জিতে যায়। পরে, ছেলেদের পোল্ ড্রপ খেলায় হাচিমান বড়ই চালাকির সাথে ইয়োশিতেরুকে টোপ হিসেবে ব্যবহার করে সাদা পোশাকের ছদ্মবেশে বিপক্ষের পোলের সামনে চলে আসে।যদিও হায়ামা আর তার সঙ্গীরা তাকে ধরে ফেলে কিন্তু তখনই হাচিমান তার মূল আক্রমনের কৌশলের প্রকাশ করে। আসলে সেই টোপ হিসেবে পোলের কাছে এসেছিলো যাতে যতক্ষণ হায়াতো আর তার দল তাদের মনোযোগ পুরোপুরিভাবে হাচিমানের উপর দেয়, ইয়োশিতেরু ততখনে সেই সুযোগ নিয়ে তাদের ফাকা পোলের ওপর ঝাঁপিয়ে পড়বে। এইভাবে লাল টিম খেলা আর প্রতিযোগিতা দুটোই জিতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশতঃ হাচিমানের কূটকৌশলের কারণে লাল টিমকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষিত করে দেওয়া হয় পরিসেবা সংঘ কর্তৃক। তা সত্ত্বেও তারা বিশ্বাস রাখে যে পরবর্তী ক্রীড়া অনুষ্ঠানে তারা আরো বেশি ভালোভাবে লড়বে।
ওভা"এখন যখন তারা তাদের গন্তব্যে চলেই এসেছে তাই আর তাদের সুখকে শুভেচ্ছা জানানো ছাড়া কোনো উপায় নেই"
"কোছিরা তোশিতে মো কারেরা কানোজোরা নো ইউকুসু নি সাচিওকারান কোতো ও নেগাওয়াজারু ও এনাই" (こちらとしても彼ら彼女らの行く末に幸多からんことを願わざるを得ない。)
১৯ সেপ্টেম্বর ২০১৩ (2013-09-19)[১২]
এক সকালবেলা, হাচিমান বিয়ের আসল প্রকৃতির সম্পর্কে ভাবতে বসে আর পরিশেষে সে এই উপসংহারে আসে যে মানুষ বিয়ের পর অনিবার্যভাবে সুখী হবে ভেবে নিজেদেরকে ঠকিয়ে দেয়। পরে শিজুকা পরিসেবা সংঘকে একটা স্থানীয় মিউনিসিপ্যাল ম্যাগাজিনে সমকালীন কিশোর কিশোরীদের বিয়ের প্রতি ধ্যানধারনা নিয়ে একটি নিবন্ধ লেখার কাজ দেয়। পরিসেবা সংঘ রাজী হয় এই কাজটা করার জন্যে আর বিভিন্ন রকম গবেষণা করে এ বিষয়ে। তারা কিছু সার্ভে করার কথা ঠিক করে স্কুলের মধ্যে আর তাদের মধ্যে কারোর মতকে নিবন্ধের জন্য নমুনা হিসেবে নির্বাচন করবে বলে আশা করে। যদিও এর ফলে শেষপর্যন্ত তাদের সবার অনভিজ্ঞতাই জোরালোভাবে ফুটে ওঠে। ইউকিনো এরপর কোমাচির সাহায্য নেবার চেষ্টা করে কারন সে মনে করে হাচিমানের প্রতিদিন খেয়াল রাখাটা, বিয়ে করে সংসার করার মতো সমতুল্য। কোমাচি চলে আসে তাদের সাহায্য করতে আর পরামর্শ দেয় যে একজন ভালো গৃহবধূর বৈশিষ্ট্যের সম্পর্কে প্রাথমিকভাবে জানা উচিত। কোমাচি ইউ, ইউকিনো আর শিজুকাকে নিয়ে বিভিন্নরকম প্রতিযোগিতায় অংশগ্রহন, রান্নায় দক্ষতা, বিভিন্ন প্রকল্পিত পরিস্থিতিতে প্রতিক্রিয়া আর বিয়ের পাত্রীর পোশাকের প্রতিযোগিতার মাধ্যমে বহু তথ্য সংগ্রহ করে। শেষপর্যন্ত পরিসেবা সংঘ তাদের অনুসন্ধানের ফলাফল নিয়ে বাড়ি আসতে চলে আসে। তবে প্রচন্ড কাজের ভার ইউ আর ইউকিনোর উপর পড়ে যাওয়ায় হাচিমানই নিবন্ধ লিখতে বসে যায়। শেষে সে এই লেখে যে মানুষ বিয়ের কষ্টের জন্যে সর্বদা প্রস্তুত না থাকলেও— সবারই জীবনে হাসার অধিকার আছে।

নোট সম্পাদনা

  1. প্রত্যেকটি পর্বের শিরোনামগুলি "সেন্টাই ফিল্মওয়ার্কস" থেকে নেওয়া হয়েছে।
  2. "মাই টিন রোমান্টিক কমেডি স্নাফু"-র বিজ্ঞাপন উল্লিখিত সম্প্রচারের সময়কাল প্রাথমিকভাবে ছিলো JST অনুসারে বৃহস্পিবার বেলা ০১:২৯ এর সময় TBS-এ। কিন্তু তালিকাবদ্ধ পর্বগুলি উল্লেখিত সময়ের আগেই সম্প্রচারিত হয়েছিল।[১০]
  3. কিছু ইংরেজি প্রযোজকেরা, যেমন "সেন্টাই ফিল্মওয়ার্কস", এই পর্বটিকে ত্রয়োদশ সংখ্যক পর্ব বলে মনোনীত করেন, যদিও জাপানে একে 'বাড়তি' বলে আখ্যা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "My Youth Romantic Comedy Is Wrong As I Expected Light Novels Get TV Anime"Anime News Network। জুলাই ৯, ২০১২। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  2. "スタッフ&キャスト TBSテレビ:やはり俺の青春ラブコメはまちがっている。 公式ホームページ / Staff & cast" (Japanese ভাষায়)। Tokyo Broadcasting System Television, Inc। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০১৫ <nowiki>
  3. "やはり俺の 青春ラブコメは 間違っている。"Agency for Cultural Affairs (Japan)। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২১, ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. Macias, Patrick (এপ্রিল ৯, ২০১৩)। "Crunchyroll to Stream "My Teen Romantic Comedy SNAFU" Anime"Crunchyroll। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  5. "Crunchyroll to Stream 'My Teen Romantic Comedy SNAFU' TV Anime"Anime News Network। এপ্রিল ৯, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  6. "Anime on Demand Streaming My Teen Romantic Comedy SNAFU"Anime News Network। এপ্রিল ১৬, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  7. "Sentai Filmworks Licenses My Teen Romantic Comedy ~ SNAFU"Anime News Network। এপ্রিল ২৫, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  8. "Madman Entertainment Acquisitions from Supanova Pop Culture Expo Gold Coast"Anime News Network। এপ্রিল ২০, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  9. "'My Youth Romantic Comedy Is Wrong as I Expected' Anime's Teaser Posted"Anime News Network। মার্চ ৩০, ২০১৩। সংগ্রহের তারিখ এপ্রিল ২৬, ২০১৪ 
  10. "放送情報|TBSテレビ:やはり俺の青春ラブコメはまちがっている。 公式ホームページ / On air" (জাপানি ভাষায়)। Tokyo Broadcasting System Television, Inc। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০১৫ 
  11. "ストーリー|TBSテレビ:やはり俺の青春ラブコメはまちがっている。 公式ホームページ" (Japanese ভাষায়)। Tokyo Broadcasting System Television, Inc। জানুয়ারি ২৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০১৫ 
  12. "My Teen Romantic Comedy SNAFU Gets More Anime"Anime News Network। মে ১৬, ২০১৩। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা