ইয়াং আর্টিস্ট পুরস্কার
ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ইয়াং আর্টিস্ট ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত সম্মাননা। এটি প্রবর্তনের সময় ইয়ুথ ইন ফিল্ম অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। ১৯৭৮ সালে মৌরিন ড্রাগন[১] উদীয়মান তরুণ শিল্পীদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করেন।[২][৩] এছাড়া এই প্রতিষ্ঠান শারীরিক বা আর্থিকসংকটগ্রস্থ তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান করে থাকে।
ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড | |
---|---|
বিবরণ | টেলিভিশন, সঙ্গীত, চলচ্চিত্র ও থিয়েটারে তরুণ শিল্পীদের উৎকর্ষ |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশন |
প্রথম পুরস্কৃত | ১৯৭৯ |
ওয়েবসাইট | http://www.youngartistawards.org |
ইয়ং আর্টিস্ট ফাউন্ডেশনই প্রথম প্রতিষ্ঠান যা অনূর্ধ্ব-১৮ বছর বয়সী টেলিভিশন, চলচ্চিত্র, থিয়েটার ও সঙ্গীতশিল্পীদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য আনুষ্ঠানিক পুরস্কার বিতরণের আয়োজন করে।[২]
ইতিহাস
সম্পাদনাসর্বপ্রথম ১৯৭৮-১৯৭৯ সালের তরুণ শিল্পীদের ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরবর্তী বিশ বছরে এই পুরস্কার ইয়ুথ ইন ফিল্ম/ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস নামে পরিচিত ছিল। পরে এই নাম সংক্ষিপ্ত করে ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড করা হয়। ২১তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান ২০০০ এর মার্চে অনুষ্ঠিত হয়।[২][৪]
অনুষ্ঠান
সম্পাদনাহলিউড, ক্যালিফোর্নিয়া-এর শেরাটন ইউনিভার্সাল হোটেল-এ আয়োজিত একটি ভোজ অনুষ্ঠানে ১৯৭৯ সালের অক্টোবরে প্রথম ইয়ুথ ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তরুণদের চলচ্চিত্র পুরস্কার/ তরুণ শিল্পীদের পুরস্কার — অনুষ্ঠান | ||||
---|---|---|---|---|
১ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৭৮/১৯৭৯ | শেরাটন ইউনিভার্সাল হোটেল | ইউনিভার্সাল সিটি | অক্টোবর ১৯৭৯ |
২য় তরুণ শিল্পী পুরস্কার | ১৯৭৯/১৯৮০ | শেরাটন ইউনিভার্সাল হোটেল | ইউনিভার্সাল সিটি | ১৮ অক্টোবর, ১৯৮০ |
৩য় তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮০/১৯৮১ | (অজানা) | (অজানা) | ডিসেম্বর ১৯৮১ |
চলচ্চিত্র পুরষ্কারে ৪র্থ যুব | ১৯৮১/১৯৮২ | শেরাটন ইউনিভার্সাল হোটেল | ইউনিভার্সাল সিটি | ২১ নভেম্বর, ১৯৮২ |
৫ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮২/১৯৮৩ | বেভারলি হিলটন হোটেল | বেভারলি হিলস | ৪ ডিসেম্বর, ১৯৮৩ |
৬ষ্ঠ তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৩/১৯৮৪ | (অজানা) | (অজানা) | ২ ডিসেম্বর, ১৯৮৪ |
৭ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৪/১৯৮৫ | অ্যাম্বাসেডর হোটেল | লস অ্যাঞ্জেলেস | ১৫ ডিসেম্বর, ১৯৮৫ |
৮ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৫/১৯৮৬ | অ্যাম্বাসেডর হোটেল | লস অ্যাঞ্জেলেস | নভেম্বর ২২, ১৯৮৬ |
৯ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৬/১৯৮৭ | হলিউড প্যালাডিয়াম | হলিউড | ৫ ডিসেম্বর, ১৯৮৯ |
১০ম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৭/১৯৮৮ | রেজিস্ট্রি হোটেল | ইউনিভার্সাল সিটি | মে ৬, ১৯৮৯ |
১১তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৮/১৯৮৯ | (অজানা) | (অজানা) | মার্চ/এপ্রিল ১৯৯০ |
১২তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৮৯/১৯৯০ | (অজানা) | (অজানা) | শেষ ১৯৯০/১৯৯১ এর প্রথম দিকে |
১৩তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯০/১৯৯১ | টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের একাডেমি | উত্তর হলিউড | ১ ডিসেম্বর, ১৯৯১ |
১৪তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯১/১৯৯২ | স্পোর্টসম্যান'স লজ | স্টুডিও সিটি | ১৬ জানুয়ারী, ১৯৯৩ |
১৫তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯২/১৯৯৩ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | ফেব্রুয়ারি ৫, ১৯৯৪ |
১৬তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৩/১৯৯৪ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ১৯, ১৯৯৫ |
১৭তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৪/১৯৯৫ | (অজানা) | (অজানা) | ১৯৯৬ |
১৮তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৫/১৯৯৬ | (অজানা) | (অজানা) | ১৯৯৭ |
১৯তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৬/১৯৯৭ | (অজানা) | (অজানা) | মার্চ ১৪, ১৯৯৮ |
২০তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৭/১৯৯৮ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ৬, ১৯৯৯ |
২১তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৮/১৯৯৯ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ১৯, ২০০০ |
২২তম তরুণ শিল্পী পুরস্কার | ১৯৯৯/২০০০ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | এপ্রিল ১, ২০০১ |
২৩তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০০/২০০১ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | এপ্রিল ৭, ২০০২ |
২৪তম তরুণ শিল্পী পুরস্কার | ২০০২ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ২৯, ২০০৩ |
২৫তম তরুণ শিল্পী পুরস্কার | ২০০৩ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মে ৮, ২০০৪ |
২৬তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০৪ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | ৩০ এপ্রিল, ২০০৫ |
২৭তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০৫ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ২৫, ২০০৬ |
২৮তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০৬ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ১০, ২০০৭ |
২৯তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০৭ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ৩০, ২০০৮ |
৩০তম তরুণ শিল্পী পুরস্কার | ২০০৮ | গ্লোব থিয়েটার | ইউনিভার্সাল সিটি | ২৯ মার্চ, ২০০৯ |
৩১তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০০৯ | বেভারলি গারল্যান্ড হোটেল | স্টুডিও সিটি | ১১ এপ্রিল, ২০১০ |
৩২তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১০ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ১৩, ২০১১ |
৩৩তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১১ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মে ৬, ২০১২ |
৩৪তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১২ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মে ৫, ২০১৩ |
৩৫তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১৩ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মে ৪, ২০১৪ |
৩৬তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১৪ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মে ১৫, ২০১৫ |
৩৭তম ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১৫ | স্পোর্টসম্যানস লজ | স্টুডিও সিটি | মার্চ ১৩, ২০১৬ |
৩৮তম ইয়ং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | ২০১৬ | অ্যালেক্স থিয়েটার | গ্লেনডেল | মার্চ ১৭, ২০১৭ |
৩৯তম তরুণ শিল্পী পুরস্কার | ২০১৭ | সাউথ পার্ক থিয়েটার | লস অ্যাঞ্জেলেস | |
৪০তম তরুণ শিল্পী পুরস্কার | ২০১৮ | অ্যাভালন হলিউড | হলিউড | জুলাই ১৪, ২০১৯ |
৪১তম তরুণ শিল্পী পুরস্কার | ২০১৯ | ভার্চুয়াল | অনলাইন | নভেম্বর ২৪, ২০২০ |
৪২তম তরুণ শিল্পী পুরস্কার | ২০২০ | ভার্চুয়াল | অনলাইন | নভেম্বর ৬, ২০২১ |
৪৩তম তরুণ শিল্পী পুরস্কার | ২০২১ | টিবিএ | লস অ্যাঞ্জেলেস | ২ অক্টোবর, ২০২২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Young Artist Awards President's Message"। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০।
- ↑ ক খ গ Crouse, Richard (২০০৫)। Reel Winners (illustrated সংস্করণ)। Dundurn Press Ltd.। পৃষ্ঠা 42–43। আইএসবিএন 1550025740। ওসিএলসি 9781550025743
|oclc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - ↑ Riggs, Thomas (২০০৭)। Thomas Riggs, সম্পাদক। Contemporary Theatre, Film and Television। 74। Gale / Cengage Learning। আইএসবিএন 0787690473। ওসিএলসি 9780787690472
|oclc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - ↑ "The 21st Annual Young Artist Awards"। ৩ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১০।