ইমরান খান মোহমান্দ

পাকিস্তানি রাজনীতিবিদ

ইমরান খান মোহমান্দ একজন পাকিস্তানি রাজনীতিবিদ। তিনি ২০১৩ সালে পিকে-২৭ (মর্দান-৮) থেকে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি এর আগে আওয়ামী ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] বিধানসভায় নির্বাচিত হওয়ার পর তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারে যোগ দেন।

ইমরান খান মোহমান্দ
এমপিএ
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
৩১ মে ২০১৩ – ১৮ জুন ২০১৩
উত্তরসূরীজামশেদ খান মোহমান্দ
সংসদীয় এলাকাপিকে-২৭ (মর্দান-৮)
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৮ জুন ২০১৩(২০১৩-০৬-১৮)
মর্দান জেলা
জাতীয়তাপাকিস্তানি
রাজনৈতিক দলপাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
পেশারাজনীতিবিদ

মৃত্যু সম্পাদনা

২০১৩ সালের ১৮ জুন, তিনি মর্দানে একটি জানাজায় বোমা হামলার সময় নিহত হন। হামলাটি সম্ভবত একটি হত্যাকাণ্ড ছিল। [২] তিনি কয়েক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়ার নবনির্বাচিত এমপিএ ফরিদ খানকে লক্ষ্যবস্তু হিসেবে হত্যার পর বিধানসভার দ্বিতীয় সদস্য ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেপি বিধানসভা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় আইন প্রণেতাকে হারালো"দ্য এক্সপ্রেস ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৩। ২২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  2. "পাকিস্তানে একটি জানাজায় বোমা হামলায় বিধায়কসহ ২৭ জন নিহত"এনডিটিভি (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১৩। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩