ইন্ধুজা রবিচন্দ্রন

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

ইন্ধুজা রবিচন্দ্রন (জন্ম: ১ আগস্ট ১৯৯৪) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

ইন্ধুজা
২০১৯ সালে ইন্ধুজা
জন্ম
ইন্ধুজা রবিচন্দ্রন

(1994-08-01) ১ আগস্ট ১৯৯৪ (বয়স ৩০)
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেত্রী
কর্মজীবন২০১৭ - বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

ভারতের তামিলনাড়ুর ভেলোর শহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ইন্ধুজা ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছিলেন। ডিগ্রি অর্জনের সময় তিনি বেশ কয়েকটি মডেলিংয়ের কাজ করেছিলেন, বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, কলেজের অভ্যন্তরে এবং কলেজের বাইরেও বিভিন্ন কলেজ উৎসবের জন্য কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলেন। অডিশন চলাকালীন তিনি কার্তিক সুব্বুরজের নজরে আসেন এবং ফলস্বরূপ মায়াধা মান দিয়ে চলচ্চিত্রের সূচনা করেছিলেন, সেখানে তিনি বৈভবের বোন চরিত্রে অভিনয় করেছিলেন। এম. সুগান্ট, টাইমস অফ ইন্ডিয়ায় চলচ্চিত্রটির একটি পর্যালোচনাতে বলেছিলেন যে, তিনি "খুব চিত্তাকর্ষক একটি অভিষেক" করেছেন।[] ২০১৯ সালে তিনি বিগিল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি একজন মহিলা ফুটবল খেলোয়াড়ের ভূমিকা পালন করেন।[][]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
টীকা
  এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্র
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০১৭ মায়াধা মান শুদারভিঝি চলচ্চিত্রে অভিষেক
২০১৮ মারকিউরি মীরা নির্বাক চলচ্চিত্র
৬০ ভায়ারু মণিরাম অর্চনা
বিল্লা পণ্ডি জয়লক্ষ্মী []
২০১৯ বুমেরাং মায়া
মাগামুনি ভিজি
সুপার ডুপার শেরিন
বিগিল ভেম্বু
২০২০ মুকুথি আম্মান রামাস্বামীর সম্ভাব্য কনে ক্ষণিক চরিত্রাভিনয়[]
২০২১ খাকি []
নেত্রিকান
ওয়েব ধারাবাহিক
  • থিরাবাম (২০১৯)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা