ইন্দ্র শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

ইন্দ্র শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন।

ইন্দ্র শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব১৪১-১৭৯
পূর্বসূরিদামোদর শেখর
উত্তরসূরিমুকুন্দ শেখর
বংশধরমুকুন্দ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাদামোদর শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি

সম্পাদনা

ইন্দ্র শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের প্রথম রাজা দামোদর শেখরের পুত্র ছিলেন। তিনি ১৪১ খ্রিষ্টাব্দ হতে ১৭৯ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। মুকুন্দ শেখর নামক তার এক পুত্র ছিল।[১]:৩১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
ইন্দ্র শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
দামোদর শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১৪১-১৭৯
উত্তরসূরী
মুকুন্দ শেখর