ইন্টারভিউ (১৯৭১-এর চলচ্চিত্র)

মৃণাল সেন পরিচালিত কলকাতা ত্রয়ীর প্রথম ছবি

ইন্টারভিউ মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রতে বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, করুণা ব্যানার্জি শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। চলচ্চিত্রটির কাহিনীকার আশীষ বর্মন। তার গল্পের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়। এটি মৃণাল সেনের কলকাতা ত্রয়ীর প্রথম ছবি।[][] ফিনল্যান্ডের দূরদর্শনের ধারাবাহিকে এটি Haastattelu ও পোল্যান্ডে Rozmowa kwalifikacyjna নামে পরিবেশিত হয়।[]

ইন্টারভিউ
প্রচারণা পোস্টার
পরিচালকমৃণাল সেন
প্রযোজকমৃণাল সেন
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারবিজয় রাঘব রাও
চিত্রগ্রাহককে কে মহাজন
প্রযোজনা
কোম্পানি
মৃণাল সেন প্রোডাকশন
মুক্তি
  • ২৩ নভেম্বর ১৯৭১ (1971-11-23) (পশ্চিমবঙ্গ)
স্থিতিকাল১০১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি

সম্পাদনা

রঞ্জিত মল্লিক একজন শিক্ষিত সুপুরুষ যুবক। একটি ছোট প্রেসে কাজ করে। তার বাড়িতে দিদি ও মা আছেন। তাদের একজন পারিবারিক বন্ধু একটি বিলিতি কোম্পানিতে চাকরি করে। সেখানে রঞ্জিতকেউ চাকরি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেয়। কিন্তু চাকরির জন্য রঞ্জিতকে বিলিতি কেতায় কোট প্যান্ট পরে ইন্টারভিউ তে উপস্থিত হতে হবে। সেই মতো রঞ্জিত কোট প্যান্ট জোগাড় করতে থাকে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সে ইন্টারভিউ তে কোট প্যান্ট পরে যেতে পারেনি এবং বাধ্য হয়ে বাঙালি ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবী পরে যায়। এবং তার চাকরি হয় না।

ছবিটিতে রঞ্জিতের কোট প্যান্ট জোগাড় করা এবং তা জোগাড় করার পরেও হারিয়ে ফেলার ঘটনা চিত্রায়িত করা হয়েছে।

অভিনয়শিল্পী

সম্পাদনা
  • রঞ্জিত চরিত্রে রঞ্জিত মল্লিক []
  • রঞ্জিতের মায়ের ভূমিকায় করুণা বন্দ্যোপাধ্যায়
  • শেখর আঙ্কেলের চরিত্রে শেখর চ্যাটার্জি, পারিবারিক বন্ধু
  • রঞ্জিতের বান্ধবীর চরিত্রে বুলবুল মুখার্জি
  • রণজিতের বড় বোনের চরিত্রে মমতা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ranjit Mallick: Experiences gained during shoot for Mrinal Sen's film will stay with me forever"telegraphindia। সংগ্রহের তারিখ ১ অক্টো ২০২৪ 
  2. "Social realism in Mrinal Sen's cinema"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০১ 
  3. "Interview" 
  4. Nast, Condé। "The Hour of Liberation"The New Yorker (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা