ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ
বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়
ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (আরবি: الجامعة الإسلامية العالمية للعلوم والتقنية ببنغلاديش) বাংলাদেশের একটি ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ১০৪ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] ২০২৩ সালে মে মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।[২]
ধরন | বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০২৩ |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
চেয়ারম্যান | কাজী আকরাম উদ্দিন আহমেদ |
আচার্য | মোহাম্মদ শাহাবুদ্দিন |
উপাচার্য | প্রফেসর ড. জাকারিয়া আহমেদ |
অবস্থান | বাইপাইল, আশুলিয়ায়, ঢাকা ২৩°৫৬′৪৩″ উত্তর ৯০°১৬′১৮″ পূর্ব / ২৩.৯৪৫২৪৭৫° উত্তর ৯০.২৭১৫৭২৩° পূর্ব |
সংক্ষিপ্ত নাম | আইআইইউএসটিবি |
ওয়েবসাইট | www |
অনুষদসমূহ
সম্পাদনা- ধর্ম বিজ্ঞান অনুষদ
- আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ
- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
- তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
- ব্যবসায় প্রশাসন অনুষদ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
পরিচালনা পরিষদ
সম্পাদনাক্রম | নাম | পদ |
---|---|---|
০১ | কাজী আকরাম উদ্দিন আহমেদ | চেয়ারম্যান |
০২ | ড. আবদুল্লাহ ফারুক | ভাইস চেয়ারম্যান |
০৩ | এম.এ. সবুর | কোষাধ্যক্ষ |
০৪ | ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান | সচিব |
০৫ | মোঃ সাঈদ খোকন | সদস্য |
০৬ | এ.কে.এম. রহমাতুল্লাহ | |
০৭ | মোঃ রুহুল আমিন | |
০৮ | ফকির আখতারুজ্জামান | |
০৯ | আব্দুল আওয়াল আহমেদ | |
১০ | ফাইজুল বারি | |
১১ | মোঃ মুহিবুল্লাহিল বাকি সেলিম | |
১২ | জাকির হোসাইন | |
১৩ | জাহিদুর রহমান | |
১৪ | আলতাফ হোসেন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা (২০২৪-০২-০৮)। "শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেল ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি"। বাংলা নিউজ ২৪।
- ↑ প্রেস বিজ্ঞপ্তি (২০২৩-০৫-২১)। "ঢাকায় ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির যাত্রা শুরু"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ "Board of trustees"। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।