ইটাখোলা মুড়া

বাংলাদেশের কুমিল্লা জেলার একটি প্রত্নস্থান।

ইটাখোলা মুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল।[] এটি কুমিল্লা সদর উপজেলার হতে পশ্চিম দিকে ৮ কিমি দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মুড়ার উল্টোদিকে অবস্থিত।[] এই প্রত্নস্থান পাহাড়ের গায়ের তিনটি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকেই এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এজন্যই এর এরকম নামকরণ করা হয়েছে।[]

ইটাখোলা মুড়া
ইটাখোলা মুড়া
ইটাখোলা মুড়া বাংলাদেশ-এ অবস্থিত
ইটাখোলা মুড়া
বাংলাদেশে অবস্থান
অবস্থানময়নামতি, কুমিল্লা
অঞ্চলচট্টগ্রাম বিভাগ
স্থানাঙ্ক২৩°২৬′২০″ উত্তর ৯১°০৭′৪৬″ পূর্ব / ২৩.৪৩৮৭৫৬° উত্তর ৯১.১২৯৪৫৭° পূর্ব / 23.438756; 91.129457
এলাকা
  • বিহার: ৩৪.১৪ বাই ২৫ মিটার (১১২.০ বাই ৮২.০ ফুট)
  • পীঠস্থান: ২.৪ বাই ২.১ মিটার (৭ ফুট ১০ ইঞ্চি বাই ৬ ফুট ১১ ইঞ্চি)
স্থান নোটসমূহ
জনসাধারণের প্রবেশাধিকারউন্মোক্ত
নিষ্ক্রিয় খনন

অবকাঠামো

সম্পাদনা

ইটাখোলা মুড়ায় বেশ কয়েকবার খননকাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধস্তূপ ও এসব স্তূপ থেকে ৪২ মিটার উত্তরে সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধানও পাওয়া গেছে। ধারণা করা হয়, এই প্রত্নস্থানটিকে পাঁচটি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পূর্ববর্তী তিন সাংস্কৃতিক কালপর্যায়ের নির্দশনগুলো পরবর্তীকালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। এজন্য সব নিদর্শনগুলো উদ্ধার করা সহজ হচ্ছেনা।[]

স্তূপ কমপ্লেক্স

সম্পাদনা

এই স্থানের মূল আকর্ষণ বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স। ১৩.১ বর্গমিটার ভিতের উপর অবস্থিত এই স্তূপটি নিরেটভাবে নির্মিত। স্তূপের পূর্ব বা সম্মুখভাগের মধ্যস্থলে একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে যার আকৃতি ২.৪ মি. এবং ২.১ মি.।[]

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইটাখোলা ও রূপভান মুড়া"দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ। জানুয়ারি ২৪, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৬ 
  2. "ইটাখোলা মুড়া"sadarsouth.comilla.gov.bd। sadarsouth.comilla.gov.bd। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ইটাখোলা মুড়া"archaeology.gov.bdপ্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা