ইজিপ্ট টুডে

মিশরীয় ইংরেজি ভাষার মাসিক ম্যাগাজিন

ইজিপ্ট টুডে, একটি মিশরীয় ইংরেজি ভাষার মাসিক ম্যাগাজিন।

ইজিপ্ট টুডে
সম্পাদকমোহাম্মদ আবদ এল-বাকী
বিভাগনিউজ ম্যাগাজিন
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
সংবহন১৪,৫০০ (২০১৩)
প্রকাশকআইবিএ মিডিয়া
প্রতিষ্ঠাতাউইলিয়াম হ্যারিসন
প্রতিষ্ঠার বছর১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
কোম্পানিআইবিএ মিডিয়া
দেশমিশর
ভিত্তিকায়রো
ভাষাইংরেজি
ওয়েবসাইটEgypt Today
ওসিএলসি নম্বর30789988

ইতিহাস এবং প্রোফাইল সম্পাদনা

ইজিপ্ট টুডে প্রথম ১৯৭৯ সালে প্রকাশিত হয়েছিল। [১] এটি মিশরের বর্তমান বিষয় এবং কিছু আন্তর্জাতিক সংবাদকে অন্তর্ভুক্ত করে। আইবিএ মিডিয়া ম্যাগাজিনটি প্রকাশ করেছে, এটি বিজনেস টুডে ইজিপ্ট পত্রিকাও প্রকাশ করে, যা আরও একটি মাসিক ম্যাগাজিন ছিল। [২][৩] দুটি পত্রিকা কায়রো ভিত্তিক।

২০০৫ সালের মার্চ মাসে, ২০০৫ রাষ্ট্রপতি নির্বাচনের নিবন্ধের কারণে পত্রিকাটি নিষিদ্ধ হয়েছিল। [৩] ম্যাগাজিনের ২০১৩ সালের প্রচার ছিল প্রায় ১৪,৫০০ অনুলিপি। [৪]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Media House"। International Business Associates Group। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪ 
  2. "Business Today Magazine"IBA Media। ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৩ 
  3. The Report: Egypt 2007। Oxford Business Group। পৃষ্ঠা 152। আইএসবিএন 978-1-902339-57-3। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪ 
  4. "Egypt Today"ePress। ৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা